ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
আরেক দফা জাহাজ সরিয়েছে দস্যুরা

অস্ত্র তাক করে আছে দস্যুরা

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

১৬ মার্চ ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১১ এএম

মানসিকভাবে ভেঙে পড়েছেন জিম্মিরা
সোমালিয়া উপক‚লে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক : উদ্ধারে অপহরণকারীদের সাথে যোগাযোগ শুরু
ভারত মহাসাগরে সোমালি দস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক অক্ষত থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ দস্যুরা তাদের উপর সার্বক্ষণিক ভারি যুদ্ধাস্ত্র তাক করে আছে। অস্ত্রের মুখে তাদের সবকিছু করতে বাধ্য করা হচ্ছে। নাবিকদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে। কবে নাগাদ এই জিম্মিদশা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মোবাইল ফোনসহ যোগাযোগের সব ডিভাইস দস্যুরা কেড়ে নেওয়ার ফলে পরিবারের সদস্যদের সাথেও সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজে মজুদ খাবার ও পানি শেষ হয়ে আসছে। এ অবস্থায় চরম এক অনিশ্চিয়তার মুখে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত তারা। অপহরণের চার দিন পরেও তাদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার কোন উদ্যোগ দৃশ্যমান নয়। এর ফলে নাবিকদের পরিবারের সদস্য এবং স্বজনদের মাঝেও শঙ্কা বেড়েই চলেছে। তবে জাহাজ মালিকের পক্ষ থেকে বলা হচ্ছে জিম্মিদের উদ্ধার করতে যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। অপহরণকারী দস্যুদের সাথেও বিভিন্ন উপায়ে যোগাযোগ শুরু হয়েছে। প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। ফলে তাদের উদ্ধার করতে সময় লাগবে।

জাহাজটি সোমালিয়া উপক‚লীয় এলাকায় নোঙ্গর করার পর দস্যুদের নির্দেশে চিফ অফিসার আতিক উল্লাহ খান জাহাজের মালিক পক্ষের সাথে কথা বলেছেন বলে জানা গেছে। চিফ অফিসার দস্যুদের দাবি তথা মুক্তিপণের বিষয়টি অবহিত করেন বলেও জানা যায়। তবে কৌশলগত কারণে এ বিষয়টি গোপন রাখা হয়েছে।
এদিকে ছিনতাইকৃত জাহাজ এমভি আবদুল্লাহর উপর এখনো নজর অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্স-ইইউএনএভিএফওআর।

অপারেশন আটলান্টা’ হিসেবে কার্যক্রম চালিয়ে আসা সংস্থাটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় গভীর রাতে তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ‘অপারেশন আটলান্টা’ বাংলাদেশি পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহর নৌদস্যুতার শিকার হওয়ার ঘটনাটি এখনো অনুসরণ করছে। ছিনিয়ে নেয়ার সময় এমভি আবদুল্লাহতে ২০ জন সশস্ত্র নৌদস্যুর উপস্থিতি থাকলেও এখন জাহাজটিতে ১২ জন দস্যু আছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কিছুদিন আগে ওই অঞ্চলে এমভি রুয়েন নামের আরেকটি জাহাজ নৌদস্যুতার শিকার হয়েছিল। ওই জাহাজটি যারা ছিনিয়ে নিয়েছিল সেই একই দস্যু গ্রæপ এমভি আবদুল্লাহর ঘটনায় জড়িত বলে ধারণা করছে ‘অপারেশন আটলান্টা’। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমালি উপক‚লের উত্তর, দক্ষিণ আর মধ্য অঞ্চলে সোমালিয়ার নৌদস্যুদের তিনটি সম্ভাব্য ক্যাম্প চিহ্নিত করা হয়েছে। এসব ক্যাম্প থেকেই নৌদস্যুরা জাহাজ ছিনিয়ে নেয়ার অভিযানে সহায়তা করে থাকে। ‘অপারেশন আটলান্টা’ এমভি আবদুল্লাহকে ঘিরে তাদের কার্যক্রম এখনো চলছে উল্লেখ করে জানায়, ছিনতাই হওয়া জাহাজের পরিস্থিতি এখনো একই রকম আছে এবং জাহাজের নাবিকরা নিরাপদে আছেন। ‘কার্যকর পদক্ষেপ’ নিতে অপারেশন আটলান্টা বাংলাদেশ ও সোমালি কর্তৃপক্ষ এবং ওই অঞ্চলের সমুদ্র নিরাপত্তায় কাজ করা অংশীদারদের সাথে যোগাযোগ রাখছে বলেও সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপরদিকে এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিক উল্লাহ খান তার ছোট ভাইকে একটি অডিও বার্তা পাঠান। তাতে আতিক উল্লাহ খান বলেন, দুটি নেভি জাহাজ আবদুল্লাহকে অনুসরণ করছে। তিনি বলেন, বুধবার একটা নেভি জাহাজ আসছিল, আজকেও (বৃহস্পতিবার) একটা এসেছে। টোটাল দুইটা এসে আমাদের রেসকিউ করতে চাইছিল। বাট পসিবল না, কারণ ওরা তখন আমাদের মাথায় গান ধরে জিম্মি করে রাখে। নেভি জাহাজ ফ্রিগেট আসলে তারা আমদের জিম্মি করে।

ভারত মহাসাগরে নৌদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বৃহস্পতিবার দুপুরে সোমালিয়া উপক‚লে পৌঁছে। তার আগে থেকেই একটি ইউরোপীয় জাহাজ থেকে আবদুল্লাহর ওপর নজর রাখার কথা জানায় ‘অপারেশন আটলান্টা’। পূর্ব আফ্রিকা উপক‚লে নৌদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া এই ইউরোপীয় নৌ নিরাপত্তা বাহিনী বুধবার গভীর রাতে (বাংলাদেশ সময়) এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন আটলান্টার’ অংশ হিসেবে তারা সোমালিয়া উপক‚লে একটি জাহাজ মোতায়েন করেছে। ওই জাহাজটি বাংলাদেশি কার্গো জাহাজ আবদুল্লাহকে অনুসরণ করছে।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়া পথে গত ১২ মার্চ দুস্যদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। কবির গ্রæপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। দস্যুদের হাতে জিম্মি হওয়ার সময় এসআর শিপিং কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে যোগাযোগও করেন নাবিকরা। মুক্তিপণ না দিলে দস্যুরা তাদের মেরে ফেলার হুমকিও দিয়েছে বলেও জানিয়েছেন চিফ অফিসার। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এমভি আবদুল্লাহ সোমালিয়া উপক‚ল থেকে সাত মাইল দূরে অবস্থান করছিল বলে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) পক্ষ থেকে জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি সেখানেই রয়েছে। নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়েছে। অস্ত্রের মুখে দস্যুদের কথা মেনে চলতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থায় জিম্মিদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। সর্বশেষ পরিবারের কাছে পাঠানো এক অডিও বার্তায় এমনটাই জানিয়েছেন জিম্মি জাহাজের চিফ অফিসার আতিক উল্লাহ খান। অডিও বার্তায় তিনি জানান, সামনে দিয়ে ওরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আশপাশে নেভি জাহাজ দেখলেই মাথায় অস্ত্র ঠেকাচ্ছে। মাথায় অস্ত্র ঠেকিয়ে ওরা আমাদের জিম্মি করে রাখছে। শারীরিকভাবে সুস্থ থাকলেও আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, আমাদের জন্য দোয়া করো।

সোমালিয়ার উপক‚লে নেয়ার এক দিনের মাথায় ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে কাছাকাছি আরেক এলাকায় সরিয়ে নিয়েছে দস্যুরা। গতকাল এ বিষয়ে নিশ্চিত হয়েছে মালিকপক্ষ।
জানা গেছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা একটার দিকে প্রথমে সোমালিয়ার গ্যারাকাদ উপক‚ল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জিম্মি জাহাজটি নোঙর করেছিল দস্যুরা। এরপর সন্ধ্যার দিকে উপক‚ল থেকে সাত নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখে। পরে জাহাজটি আবারও নোঙর তুলে কাছাকাছি আরেক এলাকায় নিয়ে যায়। জাহাজ টি এখন উপক‚লের চার কিলোমিটার দূরে রয়েছে।
ধারণা করা হচ্ছে, দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জাহাজের অবস্থান পরিবর্তন করছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা