ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১
সোমালি নৌদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে আলোচনা অব্যাহত

নাবিকদের মুক্তির অপেক্ষা বাড়ছে

Daily Inqilab ইনকিলাব

২২ মার্চ ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৪, ১২:১৩ এএম

পরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ মিলছে না
সোমালিয়া উপক‚লীয় এলাকায় জিম্মি ২৩ নাবিকসহ জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধার এবং নাবিকদের ফিরিয়ে আনার অপেক্ষা বাড়ছে। জাহাজটি ছিনতাইয়ের নয় দিন পর মালিক পক্ষের সাথে নৌদস্যুদের যোগাযোগ শুরু হলে জিম্মি উদ্ধারে শুরু হয় আলোচনা। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে। কবে নাগাদ সমঝোতা হবে আর জিম্মি নাবিকেরা ঘরে ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে সোমালি দস্যুরা মালিক পক্ষের সাথে কথাবার্তা শুরু করলেও জিম্মিদের ব্যাপারে কোন নমনীয়তা দেখাচ্ছে না। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সুযোগ দিচ্ছে না নাবিকদের। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে তাদের স্বাভাবিক কাজকর্মে বাধা দিচ্ছে। জাহাজে নির্দিষ্ট একটি কক্ষে তাদের গাদাগাদি করে রাখা হয়। আহার নিদ্রা আর গোসলের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এরফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নাবিকদের পরিবারের সদস্য এবং স্বজনদের মাঝে শঙ্কা বেড়েই চলেছে।

ভারত মহাসাগরে সোমালিয়ার নৌদস্যুরা গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ নামে জাহাজটিকে ২৩ নাবিকসহ অস্ত্রের মুখে দখলে নেয়। জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছিল। জাহাজটি চট্টগ্রামের কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (কেএসআরএম) গ্রæপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের মালিকানাধীন।

জাহাজটি দখলে নেওয়ার নয়দিনের মাথায় বুধবার নৌদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, থার্ড পার্টির মাধ্যমে নৌদস্যুদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। এই যোগাযোগের সূত্র ধরে জিম্মি নাবিকদের উদ্ধারে আলোচনা অব্যাহত রয়েছে।

জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহকে এখন সোমালিয়ার নুগাল প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা শহর গদবজিরানের কাছাকাছি উপক‚লে নোঙ্গর করে রেখেছে দস্যুরা। জাহাজটিতে জিম্মি নাবিকেরা কেমন আছেন তা জানা যায়নি। জাহাজটি নিজেদের আস্তানায় নিয়ে যাওয়ার আগেই সবার মোবাইল ফোন কেড়ে নিয়েছে দস্যুরা। জাহাজটি উপক‚লীয় এলাকায় নিয়ে রাখার পর জাহাজের স্যাটেলাইটের মাধ্যমে চিফ অফিসার আতিকুল্লাহ খানের মাধ্যমেই মালিক পক্ষের সাথে কথা বলার সুযোগ দিয়েছে ছিনতাইকারী দস্যুরা। এই সুযোগে তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতেন। তবে গত কয়েক দিন ধরে সেই সুযোগও দিচ্ছে না দস্যুরা।

আতিকুল্লাহ খানের ছোটভাই আসিফ খান গতকাল ইনকিলাবকে বলেন, সর্বশেষ গত শনিবার আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। এরপর থেকে কোন যোগাযোগ হয়নি। তারা কেমন আছেন কীভাবে তাদের দিন কাটছে আমরা কিছুই জানি না। শেষবার যখন কথা হয় তখন তিনি বলেছিলেন, আশপাশে নৌবাহিনীর কোন জাহাজ থাকলে তারা জিম্মিদের সাথে খারাপ ব্যবহার করে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা তাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আতিকুল্লাহ খানের মতো অন্য নাবিকদের পরিবারেও উৎকন্ঠা বাড়ছে। এমভি আবদুল্লাহ ছিনতাই ঘটনার ওপর শুরু থেকে নজর রাখছেন ক্যাপ্টেন আতিক ইউ খান জানিয়েছেন, আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহর দেড় মাইলের মধ্যে চলে এলে দস্যুরা জাহাজের নোঙর তুলে আরো ভিতরে চলে গিয়ে তীরের মাত্র ১.৫ মাইল দূরে আবার নোঙর করেছে। তারা এটাও বলেছে যে, বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দিবে। তবে নৌবাহিনী এখনো বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। এই চাপ হয়তো দস্যুদের দ্রæত মুক্তিপণ দাবিতে সহায়ক ভ‚মিকা পালন করতে পারে। নৌবাহিনীর চাপের ফলে সব নাবিককে এখন দিনরাত ২৪ ঘণ্টাই ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে ভিএইচএফ (ওয়াকি টকি) ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে। কদিন জাহাজের খাবার খাওয়ার পর দস্যুদের অধিকাংশই আবার নিজেদের জন্য স্থানীয় খাবার আনা-নেওয়া করা শুরু করেছে। এতে জাহাজের খাবার হয়তো কদিন বেশী যেতে পারে। আর জাহাজের নাবিকরাও খাবার বেশীদিন চলার জন্য রাতের ডিনার বাদ দিয়েছে। এখন মূলত ইফতার আর সেহেরি তৈরি হচ্ছে সবার জন্য। সচরাচর জাহাজে যেভাবে একাধিক তরকারি তৈরি হয়, সেটা পরিহার করা হচ্ছে। জাহাজের কার্গো (কয়লা) হোল্ডের বর্তমান পরিবেশ নিরাপদ আছে বলেও জানা গেছে। তবে পানি রেশনিং এবং সবসময় ব্রিজে অবস্থান করায় সবার পক্ষে নিয়মিত গোসল করা সম্ভব হচ্ছে না, কাপড় ধোয়াও সম্ভব হচ্ছে না। এর ফলে কারো কারো ত্বকে এলার্জি দেখা দিয়েছে৷

ব্রিজে বাথরুম মাত্র ১টা। একই বাথরুম ২৩ জন নাবিক ছাড়াও ২৫-৩০ জন দস্যু ব্যবহার করছে। তাদের ওজনের কারণে কমোডের সীট ইতিমধ্যে ভেঙ্গে গেছে। তাছাড়া তারা খুব নোংরা জীবনযাপনে অভ্যস্ত হওয়াতে বাথরুমও পরিষ্কার করে না। যার ফলে এই বাথরুম নিয়মিত পরিষ্কার করা আর ব্যবহার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। ব্রিজের স্যাটেলাইট ফোন সম্ভবত সপ্তাহে একদিনের বেশী ব্যবহার করতে দিবে না।

মালিক পক্ষের সাথে ৩য় পক্ষের মাধ্যমে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা হয়তো বুঝতে পেরেছে এবার বেশি সময়ক্ষেপণ করা যাবে না, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আন্তর্জাতিক নৌবাহিনীর শক্তি দিন দিন বৃদ্ধি পেতে পারে, আরো যুদ্ধজাহাজ তাদের আশপাশে অবস্থান নিতে পারে। এই যোগাযোগ এটাও প্রমাণ করে যে, মুক্তিপণ চাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তাই এই যোগাযোগ খুবই ইতিবাচক। মালিকপক্ষ এবং ইন্সুরেন্স কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, তারা আলোচনা শুরুর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন দুইপক্ষের হয়েই দর কষাকষি করবেন, ৩য় পক্ষের বিশেষজ্ঞ প্যানেল। এই দর কষাকষি কিছুটা সময় নিতে পারে। এসময় সবপক্ষকেই ধৈর্য ধারণ করতে হবে। এটা একটা মনস্তাত্তি¡ক লড়াই, যার মূল লক্ষ্য মুক্তিপণকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, যেন সেটা ইন্সুরেন্স কাভারেজের মধ্যেই থাকে এবং মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়।

দস্যুরা এটাও জানে, মুক্তিপণ পাওয়ার পর নাবিকদের মুক্তি না দিলে তারা আন্তর্জাতিক নৌবাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। দস্যুদের যোগাযোগ করার অর্থ এই নয় যে, তারা ইতিমধ্যে মুক্তিপণ দাবি করে ফেলেছে। প্রথমিক পর্যায়ে দুইপক্ষই নিশ্চিত হবে যে, তারা সঠিক মানুষের সাথে আলোচনা শুরু করেছন। এই ভেরিফিকেশন সবচাইতে জরুরি। এরপর ধাপে ধাপে হবে দর কষাকষি। দুইপক্ষই শেষ পর্যন্ত যে অংকের মুক্তিপণে সম্মত হবেন, সেই পরিমাণ নগদ ডলার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। আলোচনা শুরু হয়েছে, এটাই আমাদের জন্য আশাব্যঞ্জক।

জাহাজে থাকা নাবিকেরা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ এবং ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ। #

 

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা