শ্রমিক ফেডারেশন নেতা ওসমান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি সংগঠনের নাম ব্যবহার করে সংশ্লিষ্টদের কাছ থেকে এই টাকা আত্মসাত করেছেন। অভিযোগে ওসমান আলীকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার শ্রমিক সংগঠনগুলো। টাকা আত্মসাত ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদে সংগঠনের সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযোগপত্রে সাধারণ সম্পাদক ওসমান আলীর আত্মসাতকৃত টাকা ফেরত ও কোনো ধরনের বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অভিযোগপত্রে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ ও সংগঠন বিরোধী কর্মকাÐ তুলে ধরা হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এ ছাড়া ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতিও এতে স্বাক্ষর করেছেন।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব হল শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখা ও ট্রেড ইউনিয়নের বিধিমালা শ্রমিক সংগঠনকে অবহিত করা। কিন্তু ফেডারেশনের সাধারণ সম্পাদক চেয়ারে বসে বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছেন। সেই বিভেদকে পুঁজি করে ঢাকা মহানগরীস্থ শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাথে যাতে সুসম্পর্ক না থাকে এ ব্যাপারে সবসময় নানা প্ররোচনা ও অসৎ পরামর্শ প্রদান করতেন। মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিকদের সাথে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির গত ১১ মাস বিভেদের মূলে ছিলেন ওসমান আলী এসব তথ্য অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এছাড়া জরুরি ভিত্তিতে ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে পারে এবং সে যেন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিবেদ সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ফেডারেশনের কোন কর্মসূচী থেকে বিরত থাকবেন এবং অর্থ আত্মসাতের প্রমান পাওয়া গেছে তাই ফেডারেশনের যে টাকা টার্মিনাল থেকে দৈনিক জমা দেই তা দেওয়া থেকে বিরত থাকবেন। সাধারণ সম্পাদক অপসারণ করা হলে যথারিতি ফেডারেশনের টাকা তারা পরিশোধ করবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

চার রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি

উপদেষ্টা মাহফুজের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয় : হেফাজতে ইসলাম

ছাগলনাইয়ায় এক পল্লী চিকিৎসকে পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

অসুস্থতার মাঝেও দায়িত্বে অবিচল পোপ ফ্রান্সিস

ছাত্রদের ডাকে সার্বিয়ায় রাজধানীতে লাখো জনতা

প্রতারণার অভিযোগ আদালতে শাহরুখ-অজয়-টাইগার, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

কেলোগকে ইউক্রেনের বিশেষ দূত হিসাবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প

আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় বাংলাদেশ ১৫তম

গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, আমি ঠিক বুঝিনি : মির্জা ফখরুল

চীনে প্রশিক্ষণ মহড়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলা, নিহত ২৩

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গাজায় ৩ সাংবাদিকসহ নিহত অন্তত ১২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাত, নিহত ৩১

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি সরকারি সংস্থা বিলুপ্তির পথে