শ্রমিক ফেডারেশন নেতা ওসমান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি সংগঠনের নাম ব্যবহার করে সংশ্লিষ্টদের কাছ থেকে এই টাকা আত্মসাত করেছেন। অভিযোগে ওসমান আলীকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার শ্রমিক সংগঠনগুলো। টাকা আত্মসাত ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদে সংগঠনের সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযোগপত্রে সাধারণ সম্পাদক ওসমান আলীর আত্মসাতকৃত টাকা ফেরত ও কোনো ধরনের বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অভিযোগপত্রে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ ও সংগঠন বিরোধী কর্মকাÐ তুলে ধরা হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এ ছাড়া ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতিও এতে স্বাক্ষর করেছেন।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব হল শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখা ও ট্রেড ইউনিয়নের বিধিমালা শ্রমিক সংগঠনকে অবহিত করা। কিন্তু ফেডারেশনের সাধারণ সম্পাদক চেয়ারে বসে বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছেন। সেই বিভেদকে পুঁজি করে ঢাকা মহানগরীস্থ শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাথে যাতে সুসম্পর্ক না থাকে এ ব্যাপারে সবসময় নানা প্ররোচনা ও অসৎ পরামর্শ প্রদান করতেন। মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিকদের সাথে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির গত ১১ মাস বিভেদের মূলে ছিলেন ওসমান আলী এসব তথ্য অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এছাড়া জরুরি ভিত্তিতে ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে পারে এবং সে যেন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিবেদ সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ফেডারেশনের কোন কর্মসূচী থেকে বিরত থাকবেন এবং অর্থ আত্মসাতের প্রমান পাওয়া গেছে তাই ফেডারেশনের যে টাকা টার্মিনাল থেকে দৈনিক জমা দেই তা দেওয়া থেকে বিরত থাকবেন। সাধারণ সম্পাদক অপসারণ করা হলে যথারিতি ফেডারেশনের টাকা তারা পরিশোধ করবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ