শ্রমিক ফেডারেশন নেতা ওসমান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১২:০৬ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি সংগঠনের নাম ব্যবহার করে সংশ্লিষ্টদের কাছ থেকে এই টাকা আত্মসাত করেছেন। অভিযোগে ওসমান আলীকে অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকার শ্রমিক সংগঠনগুলো। টাকা আত্মসাত ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদে সংগঠনের সভাপতি বরাবর অভিযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অভিযোগপত্রে সাধারণ সম্পাদক ওসমান আলীর আত্মসাতকৃত টাকা ফেরত ও কোনো ধরনের বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অভিযোগপত্রে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ আত্মসাৎ ও সংগঠন বিরোধী কর্মকাÐ তুলে ধরা হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এ ছাড়া ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতিও এতে স্বাক্ষর করেছেন।
জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব হল শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখা ও ট্রেড ইউনিয়নের বিধিমালা শ্রমিক সংগঠনকে অবহিত করা। কিন্তু ফেডারেশনের সাধারণ সম্পাদক চেয়ারে বসে বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছেন। সেই বিভেদকে পুঁজি করে ঢাকা মহানগরীস্থ শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাথে যাতে সুসম্পর্ক না থাকে এ ব্যাপারে সবসময় নানা প্ররোচনা ও অসৎ পরামর্শ প্রদান করতেন। মহাখালী বাস টার্মিনালের মালিক-শ্রমিকদের সাথে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির গত ১১ মাস বিভেদের মূলে ছিলেন ওসমান আলী এসব তথ্য অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এছাড়া জরুরি ভিত্তিতে ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের আত্মসাৎকৃত টাকা ফেরত পেতে পারে এবং সে যেন শ্রমিক ইউনিয়নের মধ্যে বিবেদ সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত ফেডারেশনের সাধারণ সম্পাদককে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ফেডারেশনের কোন কর্মসূচী থেকে বিরত থাকবেন এবং অর্থ আত্মসাতের প্রমান পাওয়া গেছে তাই ফেডারেশনের যে টাকা টার্মিনাল থেকে দৈনিক জমা দেই তা দেওয়া থেকে বিরত থাকবেন। সাধারণ সম্পাদক অপসারণ করা হলে যথারিতি ফেডারেশনের টাকা তারা পরিশোধ করবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

ডাকাত আতংকে সর্তক এক জনপদে মিললো পুলিশের পোষাক!

ইত্তেহাদুল উলামা,সিলেটের ইফতার মাহফিলে মাওলানা হাবিব

দুই গোলে পিছিয়ে থেকেও শেষের নাটকীয় প্রত্যাবর্তনে জিতল বার্সা

ব্রুনো-হয়লুন্দের গোলে ইউনাইটেডের সহজ জয়

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর শিরোপার স্বাদ নিউক্যাসলের

জয়ে ফিরে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পি কে হালদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রমজানে পুরান ঢাকায় ইফতারির পাশাপাশি ভিড় থাকে স্থাপত্য দর্শনেও

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ধর্ষণ ও নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স