ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ধ্বংসস্তূপে পরিণত স্বাস্থ্য অধিদফতর

Daily Inqilab অনলাইন ডেস্ক:

২৫ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

 

 

কোটা সংস্কার আন্দোলন চলাকালে স্বাস্থ্য অধিদফতরে হামলা ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৯ জুলাই) দুর্বৃত্তদের দেওয়া আগুনে অধিদফতরের সামনে ২৩টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ২৮টি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। হামলার ছয়দিন পরেও এ ঘটনার ছাপ বয়ে বেড়াচ্ছে স্বাস্থ্যের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। গাড়ির কঙ্কাল, ধোঁয়ার দাগ আর ভাঙচুরের ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৫ জুলাই) সরজমিনে মহাখালী কাঁচাবাজারস্থ স্বাস্থ্য অধিদফতরের পুরাতন ভবন ঘুরে এসব চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদফতরের মূল গেইট পার হতেই দেখা যায় সারি সারি পোড়া গাড়ি পড়ে আছে। অধিদফতরের শহীদ ডা. মিলন ভবনের সামনে দাঁড়িয়ে থাকা প্রায় প্রত্যেকটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর পাশেই অধিদফতর ভবনের মূল ফটকের সামনে ও আশেপাশে থাকা সব কয়টি গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা। রক্ষা পায়নি প্রবেশপথে থাকা অধিদফতরের মহাপরিচালকের গাড়িও। পুড়ে ছাই হয়েছে স্বাস্থ্য বিভাগের প্রধানের গাড়ি। তার পাশেই থাকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়ার গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে। গাড়ির পেছনের দিকের কাঁচ ভেঙ্গে আগুন দেওয়ার চেষ্টা চালানোর চিত্র দেখা যায়।

এদিকে, ডা. মিলন ভবনের সমানের গাড়িতে আগুনের সময় ভবনটিতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের দেয়াল পুড়ে গেছে। তবে হামলার ঘটনায় এমআইএস শাখার সার্ভার ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অধিদফতরের সামনে থাকা প্রায় সবকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও ভবনের প্রধান ফটক ও ভবনের গ্লাসসহ ভাঙচুর করা হয় বিভিন্ন অফিসের ২৮টি গাড়ি। তবে সরজমিনে ১৯টি গাড়ির পুড়া অংশ ও অসংখ্য গাড়ি ভাংচুরের চিত্র দেখা যায়।

স্বাস্থ্য অধিদফতরে হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন ভবনের নিরাপত্তাকর্মী ও আশেপাশের দোকানিরা। অধিদফতরের পাশের এক চা দোকানি জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে টানা কয়েকদিন থমথমে পরিস্থিতি ছিল মহাখালী এলাকায়। হামলার দিনেও দফায়দফায় সংঘর্ষ হচ্ছিল। পুলিশের টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডের ফলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় স্বাস্থ্য অধিদফতর ও আশেপাশের এলাকা। এসময় একদল দুর্বৃত্ত অধিদফতরের ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গাড়িগুলোতে আগুন দেয়।

হামলাকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছিল। ফলে যারা আগুন লাগিয়েছে তারা শিক্ষার্থী নাকি অন্য কোনো পক্ষ ছিল তা বলা কঠিন।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ব্যবসায়ী ঢাকা মেইলকে বলেন, সংঘর্ষের ঘটনায় এলাকায় দোকান খোলার মতো পরিস্থিতি ছিল না। পাশেই একটি ভবনে আমার বাসা। সেখানের জানালা দিয়ে দেখেছি। একদল ছেলে ভেতরে প্রবেশ করে গাড়িগুলোতে আগুন দিয়েছে। প্রথমে তারা গাড়িগুলোতে কিছু একটা ছিটিয়ে দিয়েছে। এরপর রুমাল বা কাপড় জাতীয় কিছুতে আগুন জ্বালিয়ে গাড়ির ওপর ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই সবগুলো গাড়িতে আগুন ধরে যায়। তবে অধিদফতরের ভবনে আগুন দেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তাকর্মী জানান, শুক্রবার জুমার নামাজের পর কিছু কর্মচারী বন্ধের দিনও এমআইএস বিভাগের দায়িত্বরত ছিলেন। সার্ভার থাকার কারণে ২৪ ঘণ্টা কোনো না কোনো কর্মচারী এখানে দায়িত্ব পালন করেন। পুলিশের সঙ্গে আগে থেকেই আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এর মধ্যে হঠাৎ করে কয়েকশ আন্দোলনকারী স্বাস্থ্য অধিদফতরের গেটের কাছে ছুটে আসে। এখানে আওয়ামী লীগের কর্মী আছে বলে তারা চিৎকার করতে থাকে। গেট বন্ধ থাকলেও সবাই মিলে ধাক্কা দিয়ে গেট ভেঙে ফেলে।

চার থেকে পাঁচ মিনিটের মধ্যে সব গাড়ি পুড়ে যায় জানিয়ে তিনি বলেন, গেট ভেঙে প্রবেশ করে একাধারে গাড়ি ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার ব্যবহার করে আগুন গাড়িগুলোতে ধরিয়ে দেয়। এতে ২৩টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দিয়ে সরে যায় তারা।

অধিদফতরের হামলার দুইদিন পর রোববার (২১ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে যান। তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের পুরনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পরে বুধবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি করা হয়েছে। এই ক্ষতির পরিমাণ শত কোটির কাছাকাছি হবে। স্বাস্থ্য খাতের ওপরে এটি একটি ন্যক্কারজনক ঘটনা। স্বাস্থ্য অধিদফতরের ‘এমআইএস’ অর্থাৎ যেখানে সারা দেশের চিকিৎসাব্যবস্থা কন্ট্রোল করা হয়, সেখানেও আগুন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পাশাপাশি দুর্বৃত্তরা মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হামলা চালিয়েছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এ সব ঘটনায় যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

হামলার ঘটনায় মঙ্গলবার (২৩ জুলাই) সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর। তদন্ত কমিটির সদস্যরা বুধবার (২৪ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনায় প্রায় শতকোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

এদিকে, বৃহস্পতিবার (২৫ জুলাই) সরজমিনকালে গণপূর্ত অধিদফতরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডাব্লিউডি) দুইজন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির তথ্য লিপিবদ্ধ করতে দেখা যায়। তারা জানান, ক্ষয়ক্ষতির হিসেবের পাশাপাশি পুনরায় মেরামতের কাজ করতে হবে। ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি মেরামতে করণীয় ও বাজেট নির্ধারণে তারা তথ্য সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী

রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী

এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া

এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া

দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী

দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী

সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব

সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার

বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার

বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার

টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব

এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি