ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
০৪ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে ফেনীতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মহিপাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন ছাত্র-জনতা।
একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ক্ষমতাসীন দলের বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে যানচলাচল। এ সময় শিক্ষার্থীদের ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’, ‘এক, দুই, তিন, চার-খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘বুকের ভেতর অনেক ঝড়’, 'বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।
সিয়াম নামে এক শিক্ষার্থী বলেন, এখন আমি ঘরের বাইরে গেলে আবার ফিরে আসব কিনা তা নিয়ে মা-বাবা চিন্তায় থাকে। সন্তানদের বাসার বারান্দা বা ছাদে পর্যন্ত নিতে পারছে না। একটি স্বাধীন দেশে কীভাবে এসব হতে পারে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আরাফাত সানি নামে আরেক শিক্ষার্থী বলেন, সরকার পতনের মতো দাবি আমাদের কখনোই ছিল না। শুধু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কোটা সংস্কার চেয়েছি। কিন্তু সেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। আমাদের এখন এক দফা, এক দাবি। সরকারের পতন নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
এদিকে একদফার আন্দোলনকে ঘিরে শহরজুড়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সকাল থেকে শহরের ট্রাংক রোড, জেল রোড ও পৌরসভা সংলগ্নে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান বলেন, আন্দোলনকারীরা মহিপালে অবস্থান নিয়েছেন। তবে ট্রাংক রোডের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, শনিবার (৩ আগস্ট) সরকার পতনের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাকও দেওয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস