কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন: মির্জা ফখরুল
০৭ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান ও দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্টের কাছে আবেদন জানাব, কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কোনো বিলম্ব না করে। এই সরকার যারা হবেন, তারা তিন মাসের মধ্যে নির্বাচন করবেন; সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব।
দেশের বিভিন্ন জায়গায় যেসব হামলা বা ভাঙচুর হচ্ছে তারা বিএনপির লোক নয় দাবি করে মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। এ বিজয় আপনাদের সকলের। এ বিজয় ছাত্রদের, এ বিজয় আপনাদের। যে বিজয় অর্জিত হয়েছে, এটাকে রক্ষা করতে সবাই সচেতন থাকবেন। চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত করতে পারে। তারা বিজয়কে বিলিয়ে দিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে। সেই সুযোগ যেন আমরা তাদের না দিই। যারা এসব করছে তারা দেশের শক্র। এরা কোনো আন্দোলনকারী হতে পারে না।
তিনি বলেন, যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বন্দরে ভাঙচুর করছে, লুটপাট করছে তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতকারী। এটা তাদেরই লোক যারা এদেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বার বার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ বিজয় যেন ছিনিয়ে নিতে না পারে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সহমত পোষণ করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের দলের নেতাকর্মীদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ছাত্র আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। যার কারণে আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই।
তিনি বলেন, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায়বিচার, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা তাদের বক্তব্য সমর্থন করছি।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সামনের দিনগুলোতে নিজেদের সুসংহত রেখে সাহসিকতার সঙ্গে কোনো হিংসা নয়, প্রতিশোধ নয়। ছাত্র আন্দোলন, জনতার এ আন্দোলনের যেন ব্যত্যয় না ঘটে পরবর্তীতে তার দিকে দৃষ্টি রাখবেন সবাই।
এ সময় সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, পালিয়ে গেছে স্বৈরাচার। পদত্যাগ করে পালিয়ে গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সান্তাহারে মালিকানা দাবি করে ২কোটি টাকার সরকারী জায়গা দখল
কুয়াকাটায় শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা
লক্ষ্মীপুরে ৩ দিনে ৮ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ ৮০ হাজার
আর্থিক ভীতি কাটলেও পাঁচ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক: ইডি শিখা
ছাত্র হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান শিমুলিয়ার 'বাবুল মাস্টার'!
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল কারাগারে
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কুয়েটকে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে -কুয়েট ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস
সচিবালয় গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুরে স্কয়ার ফার্মার সিনিয়র সেলস মেডিকেল অফিসারকে কুপিয়ে আহত
ফিলিপস 66-এর ২.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, প্রাকৃতিক গ্যাস শিল্পে বড় পদক্ষেপ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবির উপর চাপ
বাঘার বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদন হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসল
শেষ ঠিকানার সুদক্ষ সুনিপুণ কারিগর মনু মিয়া
লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, কী এর বিশেষত্ব
নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন এসি মিলান
শিবালয়ে কলেজ অধ্যক্ষ বিরুদ্ধে টাকা আত্মসাতসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার মানুষ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প