ছাত্র-জনতার হত্যাকারী দুই শতাধিক কর্মকর্তা চিহ্নিত
১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
অতিরিক্ত বল প্রয়োগ ও পুলিশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী এরাই
পুলিশে উচ্চাবিলাসী অপেশাদার দুই শতাধিক কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। যারা বিগত সরকারের সময় ছাত্র-জনতার আন্দোলনে ‘অতিরিক্ত বল প্রয়োগ’ করেছেন বলে প্রমাণ রয়েছে। এদের অনেকে ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি গুলিরও নির্দেশ দিয়েছেন। চিহ্নিত কর্মকর্তারা নিজেদের ‘বিশেষ আদর্শে’র পরিচয় দিতেন। পুলিশের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিতদের মধ্যে একাধিক অতিরিক্ত আইজিপিও রয়েছেন। তারা নিয়োগে দুর্নীতি, অনিয়ম, গ্রেপ্তার বাণিজ্যসহ নানা অভিযোগে অভিযুক্ত। এরই মধ্যে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওই তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টার বরাবর উপস্থাপন করা হবে। একটি দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
ওই সূত্র জানিয়েছে, এদের মধ্যে ২৫জন কর্মকর্তা দেশে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন, তা বলতে পারছেন না কেউ।
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেন, পুলিশের বর্তমান পরিস্থিতির জন্য বিশেষ একটি এলাকা ও রাজনৈতিক আর্শীবাদপুষ্ঠ কর্মকর্তারাই দায়ী। এরা পুলিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে বসে পুলিশকে রাজনৈতিক দমন নিপীড়ণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পিআরবিসহ প্রচলিত যাবতী বিধি লংঘণ করে তারা বিশেষ দলের হয়ে কাজ করেছে। তারা দুর্দ- প্রতাপে ছড়ি ঘুরিয়েছেন সবার ওপরে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবী করছেন অনেকে।
জানা গেছে, পুলিশের ঊর্ধ্বতন অন্তত ২৫ জন কর্মকর্তার খোঁজ মিলছে না। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত ৫ আগস্ট বিকেলে হারুন অর রশীদসহ কয়েকজন সিভিল পোশাকে দেয়াল টপকে নগর ভবনে যান, সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে পালান। অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনারসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের ছাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে পালান বলে সূত্র জানায়। ওই কর্মকর্তারা এখন কোথায় আছেন কেউ বলতে পারছে না। অথচ তাদের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলন দমাতে কাজ করেছেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। আহত-নিহত হয়েছেন তারা। এদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদ্যসাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও সদ্যসাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এদেরও কোন হদিস পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম প্রজ্ঞাপন দুটিতে সই করেন।
সংশ্লিষ্টরা বলছেন, তালিকা তৈরির কাজ চলছে। এখনো সেটা চুড়ান্ত করা হয়নি। তালিকায় যাদের নাম রয়েছেন পুলিশ সদর দফতরের ৪ কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। ডিআইজি মোল্লা নজরুল, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) বহুল আলোচিত মো. হারুন অর রশীদ, ২০০৩ সালে নিয়োগ পাওয়া ২১ তম ব্যাচের ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) প্রলয় কুমার জোয়ারদার ও ডিবি উপ-কমিশনান মশিউর রহমান (সদস্য সিএমপিতে বদলী) প্রমুখ।
সাবেক আইজিপি নূর মোহাম্মদ ইনকিলাবকে বলেন, গত ১৫ বছরে পুলিশকে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীকে দমন পিড়নের জন্য ব্যবহার করা হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তারা দলীয় ক্যাডারের মত ব্যবহার করেছে। এর মাধ্যমে একটি পেশাদার পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে। ব্যক্তি স্বার্থ প্রধান্য পেয়েছে। ফলে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তারা গুলি করেছে, যা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা প্রয়োজন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ