নেতাকর্মীদের বিপদে ফেলে বোরখা পড়ে পালিয়েছে শামীম ওসমান : সাবেক এমপি গিয়াস
১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ‘খেলা হবে’ বলে যিনি শ্লোগান দিয়েছিলেন তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে বোরখা পড়ে পালিয়েছেন। সে কাপুরুষ, আমি সবসময় বলতাম এই কাপুরুষকে ভয় পাবেন না। যতদিন এদের শায়েস্তা করতে না পারি, আমি আছি। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ তার দোসরদের বিচার দাবিতে কেন্দ্র ঘোষিত দু`দিনের অবস্থান কর্মসূচির প্রথম দিন বুধবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ ডাচ বাংলা ব্যাংকের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এ নারায়ণগঞ্জে ছিল দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী ও তার সন্ত্রাসী বাহিনী। এমন কোনো অপকর্ম নেই যে- তারা করেনি। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যে- তারা দখল করেনি। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই। আবার মুখে অনেক ভাল ভাল কথা বলেছে। তাদের জন্য নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে। এদের বিচারের আওতায় আনতে হবে। আমরা আইন হাতে নেব না, তবে মনে রাখবেন আমরা কাউকে রেহাই দেব না।
বিগত ১৬ বছরে এই স্বৈরাচারী সরকারের আমলে খুন, গুন ও নির্যাতনসহ এতটাই মিথ্যা মামলায় আসামি হয়েছি যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু আমরা এই স্বৈরাচারী সরকারের কোন রক্ত চক্ষুকে ভয় করি নাই। আমরা রাজপথে থেকেই তার মোকাবেলা করেছি। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা রাজপথে ছিলাম। আমাদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। আগুন সন্ত্রাস ও লুটপাট যারা করেছে তারা স্বৈরাচারীর লোকেরাই করেছে আমাদের কোন নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করে নাই । ৩ তারিখ ৪ তারিখ পুলিশকে দিয়ে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এই স্বৈরাচারী সরকারের মতো এমন পতন ইতিহাসে কখনো ঘটে নাই। শুধু প্রথমেই হয় নাই এই স্বৈরাচারীর সরকারের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তিনি তার দলের নেতাকর্মীদের কথা কিন্তু চিন্তা করে নাই শুধু তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এই নিষ্ঠুর ও নির্মম এ সরকারের পরিণতি ইতিহাস হয়ে থাকবে। এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। সবাই নতুন করে মুক্তির পথ দেখেছে। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সহ- সভাপতি এস এম আসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁও পৌরসভা বিএনপি`র সভাপতি শাহ্ জালাল মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই জেলা বিএনপির আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল শ্লোগানে শ্লোগানে শেখ হাসিনার বিচারের দাবিতে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ