৬৩৯ থানায় কার্যক্রম শুরু
১৬ আগস্ট ২০২৪, ১২:২৪ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:২৪ এএম
ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে সুবিধাবাদী চক্র। পূর্ব বিরোধের জের এবং ব্যক্তিস্বার্থে এরা বিভিন্ন এলাকায় টার্গেট ব্যক্তিদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট এবং দখলের চেষ্টা করছে। এতে করে এলাকায় এলাকায় অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে। পূর্বশত্রæতা মেটাতে প্রতিপক্ষের ওপর হামলা মেটাতে কেউ কেউ নিজেকে বিএনপির নেতা কিংবা দলটির নাম ব্যবহার করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকাসহ সারাদেশের থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়লেও এখনো শুরু হয়নি অপারেশাল কার্যক্রম। এহেন পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারছেন না ভুক্তভোগীরা।
গত ৫ অক্টোবর আ’লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার পালিয়ে দিল্লি চলে যাওয়ার একদিন পর গত ৭ অক্টোবর ঢাকার কোতোয়ালি থানাধীন বাবুবাজার জিন্দাবাহারস্থ ১ নং লেনের ৮/১ হোল্ডিংস্থ একটি প্যাকেজিং প্রিন্টিং প্রেসে বিএনপির নাম ভাঙিয়ে হামলা ও ভাঙচুর চালায় জনৈক আরমান আহমেদ রতন ও তার লোকজন। হামলার শিকার প্রতিষ্ঠানটির মালিক তানভীর আহমেদ ইনকিলাবকে বলেন, তিনি নিজেও একজন বিএনপি সমর্থক। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে তানভীর বলেন, আসল সত্য হলো, হামলাকারী আরমান আহমেদ আমার আপন বোন সানজিদা আক্তার মুনিয়ার সাবেক স্বামী। দাম্পত্য কলহ এবং স্বামীর নিয়মিত মদ্যপান ও নির্যাতন সহ্য করতে না পেরে আমার বোন বছর খানেক আগে আরমানকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোনকে নিয়মিত হুমকি দিত আরমান। বাধ্য হয়ে মুনিরা ইউরোপের একটি দেশে চলে যায়। কিন্তু তাতেও আরমান থেমে থাকেনি। বোনকে বিদেশে পাঠানোর কারণে আমাদের হুমকি দিত। এ ব্যাপারে গত বছরের ২৯ আগস্ট আমি কোতোয়ালি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করি। আ’লীগ সরকার পতনের পর পরই আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি দখলের চেষ্টা করা হয় আরমানের নেতৃত্বে। তানভীর বলেন, আরমানের বাবা তাজউদ্দিন আহমেদ তাইজু বংশাল থানার বিএনপির সভাপতি। ব্যক্তিস্বার্থে তিনি রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। ব্যবসা ও বাসা বাড়ি দখলের চেষ্টার সময় আমরা সংশ্লিষ্ট সেনা ক্যাম্পে যোগাযোগ করি। সেনা সদস্যরা আসার পর তারা পালিয়ে যায়। তানভীর আরো বলেন, এ ব্যাপারে আমি মামলা করতে কোতোয়ালি থানায় যাই। থানা থেকে কয়েক দিন পর আসতে বলা হয়। তিনি বলেন, বর্তমানে থানার কার্যক্রম ও টহল পুলিশ না থাকায় আমরা আতঙ্কে রয়েছি। তবে এ ব্যাপারে জানতে চাইলে তাজউদ্দিন আহমেদ বলেন, আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দখল আমাদের উদ্দেশ্য ছিল না। ওই ভবনের তৃতীয় তলায় ছাত্রলীগ নেতা সাব্বিরের টর্চার সেলে অভিযান চালানোই আমাদের উদ্দেশ্য ছিল। যে কারণে কিছু ছেলেপেলে পাঠিয়েছিলাম।
তবে স্বস্তির বিষয় হলো গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি ও জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীদের যেকোনো প্রয়োজনে থানায় যেতে অনুরোধ করা হয়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হাসিনার দেশত্যাগের পর শুধু ঢাকাতেই নয়, বিএনপির নাম ভাঙিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল ও নিজেকে বিএনপি সমর্থক হিসেবে পরিচিতি পেতে দেশের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, গাজীপুর, শেরপুরসহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন জনের ওপর হামলা, ভয়-ভীতিসহ দখলের ঘটনা ঘটিয়েছে।
তবে এ ধরনের সুবিধাবাদীদের ব্যাপারে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী যদি এ অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তার এ কঠোর সিদ্ধান্ত জাদুর কাঠির ন্যায় কাজ করা শুরু করেছে। এহেন অপকর্ম করার কারণে ইতোমধ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো থেকে গত কয়েকদিনে জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অর্ধশত নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমান অস্থির সময়ে বিএনপির হাই কমান্ডের এ ধরনের সাহসী সিদ্ধান্ত আইনশৃঙ্খলা স্থিতিশীল করার ক্ষেত্রে বড্ড নিয়ামক ভ‚মিকা রাখবে বলে মনে করেন দেশের সচেতন সমাজ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা