ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

টেলিকম সেবা গ্রাহকদের ৪৫ কোটি টাকার ভ্যাট জমা দেয়নি টেলিটক

Daily Inqilab অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

টেলিকম সেবার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করা প্রায় ৪৫ কোটি টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি টেলিটক। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও একমাত্র দেশি মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক।

 

প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ২৬ ডিসেম্বর জয়েন্ট স্টক কম্পানিতে ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড’ নামে নিবন্ধিত হয়। যাত্রা শুরুর পর প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান হয়েও টেলিটকের এই ভ্যাট ফাঁকির বিষয়টি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে প্ররোচিত করতে পারে। এনবিআরের নিরীক্ষা প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালে জুন পর্যন্ত টেলিটক অপরিশোধিত সারচার্জ, সম্পূরক শুল্ক, বিধিবহির্ভূত রেয়াত, উৎস ভ্যাট ও ভ্যাট বাবদ ৪৪ কোটি ছয় লাখ ৩০ হাজার ১৪৯ টাকা ফাঁকি দিয়েছে।

এর মধ্যে ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৩৫২ কোটি টাকা এবং ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ১৭ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৭৯৭ টাকা ফাঁকি দিয়েছে। জানা গেছে, নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানের সরবরাহ করা সেবা মূল্যের বিপরীতে প্রযোজ্য ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ, প্রতিষ্ঠানের দাখিলপত্র, ট্রেজারি চালানের কপি ও প্রতিষ্ঠানের সরবরাহ করা সেবামূল্যের বিবরণীর দলিল পর্যালোচনা ও পরীক্ষা করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি ইন্টারনেট, প্রি-পেইড, পোস্ট-পেইড, টক টাইম, সিম কার্ড ও অন্যান্য সেবার বিপরীতে এই ফাঁকি দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি আদর্শ করহারের সেবার বিপরীতে ভ্যাট ফাঁকি দিয়েছে এক কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৯০২ টাকা। একই সময়ে আদর্শ করহার ছাড়া সেবা থেকে ভ্যাট ফাঁকির পরিমাণ ১৩ কোটি তিন লাখ ৯০ হাজার ৫২১ টাকা। উৎস ভ্যাট থেকে ফাঁকির পরিমাণ এক কোটি ৬২ লাখ ১৩ হাজার ৩৫৪ টাকা। এ ছাড়া বিধিবহির্ভূত রেয়াত গ্রহণের মাধ্যমে এক কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ২০ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

আলোচ্য দুই অর্থবছরে টেলিটক ১৭ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৭৯৭ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এই টাকা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৭৩ ধারা অনুযায়ী আদায়যোগ্য। একই সঙ্গে আইনের ১২৭ ধারা অনুযায়ী ভ্যাট দেওয়ার নির্ধারিত সময় থেকে পরিশোধের দিন পর্যন্ত ভ্যাটের পরিমাণের ওপর সুদ প্রযোজ্য হবে।

এর আগে ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ে টেলিটক অপরিশোধিত সারচার্জ, সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ ২৬ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৩৫২ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এই টাকা আদায়ে দাবিনামা জারি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটক ভ্যাট ফাঁকি দিলে অন্য অপারেটররাও ভ্যাট ফাঁকি দিতে উৎসাহিত হবে। তাই টেলিটকের উচিত সেবার মান ঠিক করে বাজার বড় করা এবং সঠিক সময়ে সরকারের রাজস্ব পরিশোধ করা। অভ্যন্তরীণ উৎস থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে না পারায় সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিতে হচ্ছে।

ভ্যাট ফাঁকি প্রসঙ্গে জানতে চাইলে টেলিটকের পরিচালক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বোর্ড মিটিংয়ে বিষয়টি (ভ্যাট ফাঁকি) উপস্থাপন করা হয়েছিল। আমরা একটি টিম করেছি। তারা এটি পর্যালোচনা করবে। টিমের কয়েকটি মিটিং হয়েছে, আরো কয়েকটি হবে। এরপর তা যাচাই করা হবে। যাচাই করার পর বিষয়টি নিয়ে বলতে পারব।’

সরকারি প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিলে দেশের অন্যান্য প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিতে উৎসাহিত হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, সরকারি-বেসরকারি বড় কথা নয়। দেশের নাগরিক হিসেবে সবাইকে সঠিকভাবে কর দেওয়া উচিত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১৯ কোটি ৪২ লাখ। এর মধ্যে শীর্ষে থাকা গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা আট কোটি ৫২ লাখ, রবি আজিয়াটার পাঁচ কোটি ৮৯ লাখ, বাংলালিংকের চার কোটি ৩৫ লাখ ও রাষ্ট্রায়ত্ত টেলিটকের মাত্র ৬৫ লাখ।

২০০৫ সালে বাণিজ্যিক কার্যক্রম চালুর পর মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। সে সময় কম খরচে কথা বলার সুযোগ দেওয়ায় প্রত্যাশা জাগিয়েছিল প্রতিষ্ঠানটি। এ কারণে তখন লাইন ধরে মানুষ টেলিটকের সিম কিনেছিল। তবে প্রতিষ্ঠার প্রায় ২০ বছর পর টেলিটক দেশের মোট চারটি অপারেটরের মধ্যে গ্রাহকসংখ্যা, রাজস্ব ও নেটওয়ার্কের আওতার দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে। বর্তমানে সরকারি কিছু সেবা নিতে টেলিটকের সিম বাধ্যতামূলক। এ কারণে অনেকে টেলিটক সিম রাখে। তবে নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা অনেক কম।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিব হলেন মো. সাইফুল্লাহ পান্না

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিব হলেন মো. সাইফুল্লাহ পান্না

এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

উপদেষ্টারা এমন কথা বা কাজ করবেন না যাতে জনগণ হতাশ হয় : বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান

উপদেষ্টারা এমন কথা বা কাজ করবেন না যাতে জনগণ হতাশ হয় : বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান

মতলবের মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের অকালঃ জেলেরা ধারদেনা আর ঋণ পরিশোধে হতাশ

মতলবের মেঘনা নদীতে ভরা মৌসুমেও ইলিশের অকালঃ জেলেরা ধারদেনা আর ঋণ পরিশোধে হতাশ

দ্রুত এই সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়ার দাবী জানান- শামসুজ্জামান দুদু

দ্রুত এই সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়ার দাবী জানান- শামসুজ্জামান দুদু

সীমান্তবর্তী জেলা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে : নবাগত জেলা প্রশাসক

সীমান্তবর্তী জেলা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে : নবাগত জেলা প্রশাসক

হেলিকপ্টারর চড়ে মামলার হাজির দিতে ঢাকার পথে সিলেট ছাড়লেন বিতর্কিত সাবেক বিচারপতি মানিক

হেলিকপ্টারর চড়ে মামলার হাজির দিতে ঢাকার পথে সিলেট ছাড়লেন বিতর্কিত সাবেক বিচারপতি মানিক

খেলার স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে : আসিফ মাহমুদ

খেলার স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে : আসিফ মাহমুদ

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

গাজায় যুদ্ধবিরতির জন্য মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতির জন্য মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে-- ডিআইজি আশরাফুর রহমান

ময়মনসিংহ বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে-- ডিআইজি আশরাফুর রহমান

ভোটে জিতে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তকমা পেল ‘হোইহো’ভোটে জিতে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তকমা পেল ‘হোইহো’

ভোটে জিতে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তকমা পেল ‘হোইহো’ভোটে জিতে নিউজিল্যান্ডের বার্ষিক সেরা পাখির তকমা পেল ‘হোইহো’

ট্রাম্পকে হত্যা করতে ঝোপে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

ট্রাম্পকে হত্যা করতে ঝোপে ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী

জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

ভিসি নিয়োগের প্রজ্ঞাপনের দাবিতে চবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

ভিসি নিয়োগের প্রজ্ঞাপনের দাবিতে চবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা

‘ভারতে নিপীড়িত মুসলিমরা’, তোপ ইরানের, কোন খাতে দিল্লি-তেহরান সম্পর্ক!

‘ভারতে নিপীড়িত মুসলিমরা’, তোপ ইরানের, কোন খাতে দিল্লি-তেহরান সম্পর্ক!

‘শিগগিরই মালদ্বীপে অ‌বৈধ কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু হবে’

‘শিগগিরই মালদ্বীপে অ‌বৈধ কর্মী‌দের নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু হবে’

দেড় দশকে শত নির্যাতন-নিপীড়ন, গুম-খুনেও রাজপথ ছাড়েনি বিএনপি : যুবদল সভাপতি মুন্না

দেড় দশকে শত নির্যাতন-নিপীড়ন, গুম-খুনেও রাজপথ ছাড়েনি বিএনপি : যুবদল সভাপতি মুন্না

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যেসব নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যেসব নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট

মোদির সফরের আগেই নিউ ইয়র্কের স্বামীনারায়ণ মন্দিরে হামলা

মোদির সফরের আগেই নিউ ইয়র্কের স্বামীনারায়ণ মন্দিরে হামলা