ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১
তদন্তে নেমেছে দুদক টিম

শত কোটি টাকার অবৈধ সম্পদ ভুঁইয়া পরিবারের

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম



কুমিল্লা-১ আসনের সাবেক আ’লীগ এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী মাহমুদা আক্তার এবং পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে সংস্থার একটি সূত্র। সূত্রটি জানায়, অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। উল্লেখ্য, সুবিদ আলী ভুঁইয়া রাজনীতিতে ‘সুবিধা আলী ভুইয়া’ নামেও পরিচিত। তিনি চাকরিতে থাকাকালে তৎকালিন বিএনপি সরকারের কাছ থেকে নানা রকম সুবিধা নিয়ে পরবর্তীতে শেখ হাসিনার মাফিয়া সরকারের এমপি হন।
দুদক সূত্র জানায়, সুবিদ আলী ভুইয়া ওরফে ‘সুবিধা আলী ভুঁইয়া’ এবং তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত ভাবে নিজের স্বার্থ কিছুই বুঝতেন না। স্ত্রী-পুত্র দু’হাতে রপ্ত করেছেন টাকা। সবেক এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী এবং পুত্র ক্ষমতার অপব্যবহারের নানা ধরণের অপরাধ কর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়েন। এর মধ্যে রয়েছে মেঘনা ও গোমতী নদীর বালু মহাল, টোলপ্লাজাসহ বিভিন্ন স্থান থেকে লঞ্চ টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি,লুটতরাজ, জমি দখল, ঘুষ গ্রহণ এবং মাদক ব্যবসা।
পিতা-পুত্রের যত সম্পদ : ক্ষমতার অপব্যহারের মাধ্যমে আ’লীগ এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী মাহমুদা আক্তার এবং পুত্র মোহাম্মদ আলী সুমন নামে- বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। এর মধ্যে রয়েছে,গাজীপুর মাজুখান বাজারের দক্ষিণে রেল লাইনের পাশে ১৫ বিঘা জমি। এর বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। গাজিপুর সিটি করপোরেশনের আওতায় চামড্ডা মৌজায় এশিয়ান হাইওয়ের পাশে ১৫ বিঘা জমির ওপর বাগান বাড়ি। এটির বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। একই এলাকার কাশিমপুরে রয়েছে ৩০ বিঘা জমি। এটির মূল্য ৫০ কোটি টাকা। সাভারের গনককারীর গোবিন্দপুর মৌজায় ১৫ বিঘা জমি। এটির বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। ডিওএইচএস ৩শ’ ফিট এক্সপ্রেসওয়ের কাছে ৫ বিঘা জমি। ৩শ’ ফিট রাস্তা সংলগ্ন জলসিঁড়িতে মেজর (অব.) মোহাম্মদ আলীর নামে ৫ কাঠা জমি। এটির মূল্য প্রায় ১৫ কোটি টাকা। আসিয়ান সিটির বরুয়া মৌজায় ৫ বিঘা জমি। মূল্য প্রায় ৭ কোটি টাকা। রাজধানীর কলাবাগানে ৭ কাঠা জমির ওপর ১০ তলা ‘ডি.কে. টাওয়ার’। ব্যাংক ঋণে এই টাওয়ার করা হয়েছে-মর্মে ট্যাক্স ফাইলে তিনি দাবি করলেও ঋণ পাওয়ার আগে ২ কোটি টাকা ব্যয়ে বেজমেন্ট ও এক তলার কাজ করেন। এই টাওয়ারের বর্তমান মূল্য প্রায় ৭০ কোটি টাকা। মহাখালি ডিওএইচএস এ ৫ কাঠার ওপর ৫ তলা ভবন। এটির এখনকার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। নিজ এলাকা দাউদকান্দিও জুরানপুর,বরারচর মৌজায় ১৫০ বিঘা জমি। এটির আনুমানিক মূল্য ১শ’ কোটি টাকা। দাউদকান্দি পৌরসদরে ওজারভাঙ্গা মৌজায় ৪০ শতাংশ প্লটের ওপর বহুতল ভবন নির্মাণ চলছে। এটিতে বিনিয়োগ প্রায় ১০ কোটি টাকা। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর রয়েছে ২০ কোটি টাকার। এছাড়া দাউদকান্দি এবং ঢাকার বিভিন্ন ব্যাংকে নগদ অর্থ রয়েছে ১ কোটি টাকা।
সুবিদ আলী ভুইয়ার মেজো ছেলে শওকত আলী কাছে যুক্তরাজ্যে ২০ কোটি টাকা পাচার করা হয়েছে। সেখানে বিলাসবহুল বাড়ি-গাড়ি নিয়ে রাজকীয় হালে বসবাস করেন তিনি। ছোট ছেলে জুলফিকার আলর কাছে মার্কিনযুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে ২৫ কোটি টাকার বেশি। তিনিও সেখানে রাজকীয় জীবন যাপন করছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান, সুবিদ আলীর পুত্র মেজর (অব.) মোহাম্মদ আলী সিন্ডিকেটের প্রধান গোয়ালমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন ভুইয়া। সুবিদ আলী পরিবারের একনিষ্ঠ ক্যাডার মোক্তার ভুইয়াও বিপুল অবৈধ অর্থ-সম্পদের মালিক।
নিজ নির্বাচনী এলাকায় মোহাম্মদ আলীর মনোনীত ঠিকাদার আর কেউ এলজিইডি’র কাজ করতে পারতেন না। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ঠিকাদারের কাছ থেকে মোক্তার হোসেন ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলু ভুইয়াদের দিয়ে ৫ শতাংশ হারে কমিশন আদায় করতেন। কমিশন বাবদ আদায়কৃত অর্থের পরিমাণও ৩০ কোটি টাকার কম নয়। ব্যাংক লুটেরা ও অর্থপাচারকারী বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ গ্রুপ’র উপদেষ্টা এবং পরিচালক ছিলেন সুবিদপুত্র মোহাম্মদ আলী। বিসমিল্লাহ গ্রুপ তার অবৈধ কর্মকা-ে মোহাম্মদ আলীকে ব্যবহার করতো। সুবিদ আলী ভুইয়া ও তার স্ত্রী মাহমুদা আক্তারের মালিকানাধীন ‘ডি. কে. টাওয়ার’ এ বিসমিল্লা গ্রুপের হেড অফিস। বিসমিল্লাহ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ২০১৩ সালে বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে তদন্ত কালে দুদক মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু আ’লীগ সরকারের শীর্ষ পর্যায় থেকে ফোন পেয়ে দুদকের তৎকালিন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মোহাম্মদ আলীর নাম চার্জশিট থেকে বাদ দেন। মূলত: মোহাম্মদ আলী বিসমিল্লা গ্রুপের ব্যাংক ঋণ পেতে সর্বাত্মক প্রভাব বিস্তার করেছিলেন। মেজর (অব.) মোহাম্মদ আলীর নির্দেশে দাউদকান্দি প্রজন্মলীগের সভাপতি মো: সোহেল মিয়া দাউদকান্দির বিশ্বরোডের মোহন সিন্ডিকেট নামক পেট্রোল পাম্প থেকে প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করেন। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়। কিন্তু সেই মামলা থেকে মূল পরিকল্পনাকারী হিসেবে মোহাম্মদ আলীর নাম বাদ দেয়া হয়।
২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা ইএনও অফিস, থানা এসি(ল্যান্ড), অন্যের জমি জবরদখল, অন্যের মালিকানাধনি কৃষি জমিতে পানি আটকে মৎস্য চাষসহ নানাবিধ কাজে মোহাম্মদ আলী ব্যবহার করেন মোক্তার হোসেনকে। মেঘনা ও গোমতীর বালু মহাল, টোলপ্লাজা, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল থেকে চাঁদাবাজি বাবদ মোহাম্মদ আলী হাতিয়ে নিয়েছেন অন্তত: ৪৫ কোটি টাকা। মোহাম্মদ আলীর দুই স্ত্রী। তাদের নামেও করেছেন সম্পদ। দুই পরিবারে আয়া-বুয়া-বাবুর্চি, ড্রাইভার, ইউপি চেয়ারম্যানদের সহকারিসহ অন্তত: ৩০ জন কর্মচারি নিয়োজিত রয়েছেন। তাদের পেছনে মাসিক খরচ অন্তত: ৩০ লাখ টাকা। ১০টি উন্নতজাতের কুকুর, বিড়াল এবং বেশ কিছু বিদেশী পাখি রয়েছে তার হেফাজতে। এগুলোর পেছনে মাসে খরচ ৫ লাখ টাকা। গৌরিপুর সরকারি মুন্সি ফজলুল হক সরকারি কলেজের ৬ তলা ভবন ও দাউদকান্দি উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণকাজ করে ঠিকাদার নাফিসের লাইসেন্স দিয়ে মোহাম্মদ আলী ভুঁইয়া হাতিয়ে নেন লাখ লাখ টাকা। দাউদকান্দি জুরানপুরে শওকত আলী হাউজ, জুলফিকার আলী হাউজ (বর্তমানে এটি জেনারেল ভুইয়া হাউস) ছাত্রী হোস্টেলের মালিক সুবিদ আলী ভুইয়া ও মাহমুদা আক্তার। এখানে কলেজের কোনো মালিকানা রাখা হয়নি। অথচ কুমিল্লা জেলা পরিষদ, এমপি’র ত্রাণ ও দুর্যোগ শাখার বিশেষ বরাদ্দ, টিআর, কাবিখা’র বরাদ্দ দিয়ে সরকারি খরচে ভবন নির্মাণ করা হয়। এটির ভাড়া তোলেন ভুইয়া পরিবার।
অভিযোগের তথ্য মতে, সুবিদ আলী ভুইয়া ২০০৯ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত ৯ বছরে মেঘনা নদী ও মেঘনার শাখা নদী এবং গোমতীতে একটি বালু সন্ত্রাসী চক্র গড়ে তোলেন। আওয়ামী প্রশাসনের সহায়তায় চক্রটি অবৈধভাবে মেঘনা- গোমতীর গর্ভ চিড়ে কোটি কোটি ঘন ফুট বালু উত্তোলন করে। এতে মেঘনা উপজেলার পুরান ভাটেরা, ভাটের চর, চর বাউশিয়া, সাতঘরিয়াকান্দি, কাঁঠালিয়া, নচলচর, ফরাজিকান্দি, রামপ্রসাদের চর, দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের অধিকাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর প্রতিবাদে স্থানীয়রা প্রতিবাদ-বিক্ষোভ করেন। নানা কর্মসূচি পালন করেন। কিন্তু সুবিদ আলী ভুইয়ার পরিবার এ বিষয়ে কোনো আশু পদক্ষেপ না নিয়ে উল্টো প্রতিবাদকারী গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রামছাড়া করেন। তার এই বেআইনি কাজে স্থানীয়ভাবে সহযোগিতা করেন চেঙ্গাকান্দি গ্রামের আল আমিন, শাহজাহান খন্দকার, চালিভাঙ্গার মো: কাইয়ুম,শাহজাহান ওরফে পাথর শাহজাহান, মোক্তার হোসেন ভুইয়া, চালিভাঙ্গা গ্রামের হুমায়ুন চেয়ারম্যান, মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান, সোনাকান্দা গ্রামের সেলিনা আক্তার (পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি), চালিভাঙ্গা গ্রামের সানাউল্লাহসহ এক দল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। আওয়ামী আমলের প্রথম ৯ বছরে অন্তত: দেড় শ’ কোটি টাকা হাতিয়ে নেন। এখান থেকে সুবিদ আলী ও মোহাম্মদ আলী কমিশন পেয়েছেন ২৫ কোটি টাকা। এভাবে অন্তত: ৫০টি খাত থেকে ভুইয়া পরিবার অবৈধভাবে অর্জন করেন কয়েক শ’ কোটি টাকা।
দাউদকান্দি এবং মেঘনা উপজেলায় মাদকের বিস্তার ঘটিয়ে যুবসমাজকে নষ্টের কারিগরও সুবিদ আলী- মোহাম্মদ আলী ভুইয়া। চারদিকে নদীবেষ্টিত হওয়ায় মেঘনা উপজেলা মাদকের নিরাপদ ট্রানজিট রুটে পরিণত হয়। এখানকার চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নিতেন ভুইয়া পরিবার।
এদিকে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিধা আলী ভুইয়া, তার স্ত্রী মাহমুদা আক্তার, তাদের পুত্র দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ভুইয়ার বিরুদ্ধে অনুসন্ধান সম্পর্কে দুদক সচিব খুরশীদা ইয়াসমিন বলেন, অভিযোগটি এরই মধ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কক্সবাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাল- জামায়াত নেতৃবৃন্দ

কক্সবাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানাল- জামায়াত নেতৃবৃন্দ

হাবের বিতর্কিত কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ

হাবের বিতর্কিত কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে বৈষম্য বিরোধী হজ এজেন্সীর মালিকবৃন্দ

অপপ্রচারের প্রতিবাদ জামপুর বিএনপি নেতার

অপপ্রচারের প্রতিবাদ জামপুর বিএনপি নেতার

একদিনের ব্যবধানে বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানে বাড়ল সোনার দাম

জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জনের জামিনের আদেশ বাতিল

জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জনের জামিনের আদেশ বাতিল

দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষক ছিলেন দুদকের আবু বকর সিদ্দিক

দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষক ছিলেন দুদকের আবু বকর সিদ্দিক

চিরিরবন্দরে সম্প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

চিরিরবন্দরে সম্প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোনালী অতীত ক্লাবের পদ ছাড়লেন গাফফার

সোনালী অতীত ক্লাবের পদ ছাড়লেন গাফফার

পোশাক কারখানাগুলোতে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে -বিজিএমইএ

পোশাক কারখানাগুলোতে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে -বিজিএমইএ

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত ৬ জন আটক

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত ৬ জন আটক

মার্কেন্টাইল ব্যাংকের দুই শ’কোটি টাকা আত্মসাত

মার্কেন্টাইল ব্যাংকের দুই শ’কোটি টাকা আত্মসাত

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে যুবদল-কৃষকদলের সংঘর্ষ

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে যুবদল-কৃষকদলের সংঘর্ষ

পোশাক কারখানাগুলোতে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে-বিজিএমইএ

পোশাক কারখানাগুলোতে পূর্ণোদ্যমে কাজ শুরু হয়েছে-বিজিএমইএ

চকরিয়ায় সেনা সদস্য তানজিম হত্যায় জড়িত ডাকাতদের স্বীকারোক্তি

চকরিয়ায় সেনা সদস্য তানজিম হত্যায় জড়িত ডাকাতদের স্বীকারোক্তি

বিআরটিএ-র সকল অভিযোগ দ্রুত সমাধান করা হবে ঃ গৌতম চন্দ্র পাল

বিআরটিএ-র সকল অভিযোগ দ্রুত সমাধান করা হবে ঃ গৌতম চন্দ্র পাল

বন্দিদশা থেকে মুক্তি চান শরীর গঠন বিদরা!

বন্দিদশা থেকে মুক্তি চান শরীর গঠন বিদরা!

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াতের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াতের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৫তম বিসিএস ফোরামের আহবায়ক কমিটি গঠন

১৫তম বিসিএস ফোরামের আহবায়ক কমিটি গঠন

তথ্য সংশোধন ও সংযোজনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের খসড়া তালিকা প্রকাশ

তথ্য সংশোধন ও সংযোজনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের খসড়া তালিকা প্রকাশ