ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১

‘দানা’র প্রভাবে বর্ষণ

Daily Inqilab শফিউল আলম

২৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম

ঘূর্ণিঝড়টির উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপক‚লে আঘাত :: সাগর উত্তাল বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত :: জলোচ্ছ¡াসের সতর্কতা :: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত
ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরো শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ‘দানা’র গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুরী ও সাগরদ্বীপের মাঝখান দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলভাগে আঘাত হানতে শুরু করে। যা আজ শুক্রবার সকাল অবধি অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড়টির সক্রিয় ও অগ্রবর্তী প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং সারা দেশে হালকা ও মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ৯৮ মিলিমিটার।

‘দানা’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপক‚ল খুবই উত্তাল। সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে। তাছাড়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত সমুদ্র উপক‚লীয় জেলাসমূহের অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ¡াসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর-উপক‚ল প্রচÐ উত্তাল, দমকা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্যসামগ্রী, শিল্পের কাঁচামাল লাইটারিং কার্যক্রম অনেকাংশে অচল হয়ে পড়েছে।

গতকাল সন্ধ্যায় আবহাওয়া বিভাগের (বিএমডি) বিশেষ বুলেটিনে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আগের গতিপথ বজায় রেখে আরো উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ‘দানা’ আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘দানা’র গতকাল মধ্যরাতে ভারতের পুরী ও সাগরদ্বীপের মাঝখান দিয়ে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপক‚ল অতিক্রম করতে শুরু করে।

ঘূর্ণিঝড় ‘দানা’র কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১১০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপক‚লীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলের উপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস বুলেটিনে জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমেই উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাত থেকে আজ শুক্রবার সকালের মধ্যে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ বরাবর পুরি এবং সাগরদ্বীপের মাঝামাঝি দিয়ে উপক‚ল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় ‘দানা’র গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ একশ’ থেকে ১১০ কি.মি., যা দমকা থেকে ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার হতে পারে। শেষ মুহূর্তে হঠাৎ দিক পরিবর্তন না করলে ‘দানা’ বাংলাদেশের উপক‚লে আঘাত হানার আশঙ্কা নেই। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গতকালও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে। আজ শুক্রবারও উপক‚লীয় অঞ্চলসহ দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ (বিএমডি)। এ সময়ে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

হেমন্ত ঋতুর গোড়াতে এসেই প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সবক’টি বিভাগের অধিকাংশ স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ৯৮ মিলিমিটার। রাজধানী ঢাকায় ১৬, চট্টগ্রামে ১৩ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগান ও স›দ্বীপে ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন সিলেটে ২২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৭.৮ এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সে.। বৃষ্টিপাতের ফলে সারা দেশে কমেছে দিন ও রাতের তাপমাত্রা।

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দেশের সবক’টি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভারী বর্ষণের সতর্কতা : আবহাওয়া বিভাগ ভারী বর্ষণের সতর্কবার্তায় জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও গতকাল বিকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

সাহিত্যসমাজে অবক্ষয়

সাহিত্যসমাজে অবক্ষয়

যৌতুক

যৌতুক

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

মানুষের বিবর্তন

মানুষের বিবর্তন

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ