ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১
শৃঙ্খলা ফেরাতে চলছে ‘ট্রাফিক পক্ষ’

রাস্তা অবরোধে যানজটের ভোগান্তি

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম

১৭৩১ মামলায় ৬৫ লাখ টাকা জরিমানা আদায়
রাজধানীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা বেড়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছেন যানজট নিরসনে। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘ট্রাফিক পক্ষ’। আগামী ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তবে বিভিন্ন দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে প্রায় প্রতিদিনই আন্দোলনে নামছেন বিক্ষোভকারীরা। এতে সকাল-বিকাল যখন তখন যানজটের মুখে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। বিশেষজ্ঞদের মতে, কথায় কথায় সড়ক অবরোধ বন্ধ না হলে পুলিশের একার পক্ষে যানজট নিরসন করা মোটেও সম্ভব নয়।

ট্রাফিক পক্ষের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৬৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে ১০৩টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে। বরাবরের মতো গতকাল বৃহস্পতিবারও সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এছাড়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হয়েছে। যে কারণে নগরের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলেছে ধীরগতিতে। সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন হওয়াতেও সড়কে গাড়ির চাপ ছিল বেশি। সব মিলিয়ে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ।

পুলিশ জানায়, গতকাল রাজধানীর মহাখালীতে সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁও সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পরও যানজটের উন্নতি দেখা যায় নি। স্বাভাবিকভাবেই রাজধানীর এক এলাকায় যানজটের সৃষ্টি হলে তা মুহূর্তেই পুরো নগরীতে ছড়িয়ে পড়ে।

এদিকে বৃষ্টির কারণে দুপুর থেকে মগবাজার ফ্লাইওভার ও রমনার দিকে যানবাহন চলাচল করেছে ধীরগতিতে। এসব পয়েন্টে সড়কে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। এছাড়াও যানজট ছিল মিরপুর রোডের ধানমন্ডি, সায়েন্সল্যাব হয়ে নিউ মার্কেটের দিকেও। এছাড়া রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল, মহাখালী, বনানী, উত্তরা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

দুপুরে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে কাজলায় দেকা গেছে, ফ্লাইওভারে ওঠার মুখে গাড়ি যাতে না দাঁড়াতে পারে সেজন্য আনসার মোতায়েন করা হয়েছে। মূলত ফ্লাইওভারের ওঠার মুখে গাড়িগুলো দুই বা তিন সাড়িতে দাঁড়ানোর কারণেই পেছনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল আনসার মোতায়েনের কারণে তেমন যানজট দেখা যায় নি। তবে গুলিস্তান ও কমলাপুরগামী গাড়িগুলো ফ্লাইওভার থেকে নামতে গিয়ে যানজটের মুখে পড়েছে।

গতকালের যানজট প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্র্যাফিক) বলেন, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি ছিল। বিশেষ করে সোনারগাঁও সিগন্যাল থেকে ফ্লাইওভারে অনেক গাড়ি আটকে ছিল। এছাড়া রমনার দিকে গাড়ির চাপের কারণে যানজট ছিল। আমরা যানবাহন চলাচলে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।

এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানের মধ্যেও নগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ হয় নি। তবে আগের তুলনায় ব্যাটারি রিকশার সংখ্যা অনেক কমেছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মূলত ব্যটারি রিকশা প্রধান সড়কগুলোতে ঢুকে পড়ছে। ট্রাফিক পুলিশের দাবি, ব্যাটারি রিকশা এবং ইজিবাইককে আর ছাড় দেয়া হচ্ছে না। সামনে পড়লেই মামলা দেয়া বা আটক করা হচ্ছে।

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

সাহিত্যসমাজে অবক্ষয়

সাহিত্যসমাজে অবক্ষয়

যৌতুক

যৌতুক

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

মানুষের বিবর্তন

মানুষের বিবর্তন

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ