ঢাকা   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১

মেগা প্রকল্প বাস্তবায়নে মেগা চুরি হয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য

Daily Inqilab অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম

 

 

জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের অর্থনৈতিক সংকটের মূলে রাজনৈতিক বিবেচনায় পক্ষপাতদুষ্ট মেগা প্রকল্প। যা বাস্তবায়নে মেগা চুরি হয়েছে। বিগত সরকারের সময়ে অনাচারী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য স্বেচ্ছাচারী অর্থনীতি সৃষ্টি করা হয়েছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সুপারিশ বৈঠকে এসব কথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি বিদেশে পাচার হয়ে গেছে। এটার বিপরীতে উন্নয়নের একটি বয়ান সৃষ্টি করা হয়েছিল। এই অনাচারী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য স্বেচ্ছাচারী রাজনীতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এটার ফলে অনাচারের যে চক্রাকার আবহ সৃষ্টি হয়েছিল, তা ভাঙার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কার না হলে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মদক্ষতা এবং সুশাসনের পথে বাধা সৃষ্টি হবে। আমরা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, ভবিষ্যতেও রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে তা নির্ধারণ করবে অর্থনৈতিক পরিস্থিতি তাদের কতটা স্বস্তি দিচ্ছে। অর্থাৎ এ সংস্কারগুলোর পরিধি, ধারাবাহিকতা এবং গতি কী হবে, তা নির্ধারিত হবে সরকার বর্তমান অর্থনীতির কতখানি আশ্বস্ত থাকে এবং জনগণ কতখানি স্বস্তিতে থাকে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইতিবাচক সংস্কার পদ্ধতি ও কার্যক্রম আমরা লক্ষ্য করছি। একইসঙ্গে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আসছে। মনে রাখতে হবে, ব্যক্তি পলিসি বা দলের ওপর আমরা যখন কোনো বিধি নিষেধ আরোপ করে, তখন তার অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। সেক্ষেত্রে আমরা তাদের রাজনৈতিক ভূমিকার পাশাপাশি অর্থনৈতিক ভূমিকাকেও সংকুচিত করবার পথ সৃষ্টি করি। সেহেতু এ বিষয়গুলো আমাদের বিবেচনার মধ্যে রাখতে হচ্ছে। এইসব বিষয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কাজ করছে।

বৈঠকে ইএফআরের সাংবাদিক নেতারা অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে নানা প্রকার সংস্কার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়ন এবং সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে যে বিশাল অনিয়ম, তা রোধে করণীয় তুলে ধরতে কমিটিকে অনুরোধ জানান।

শ্বেতপত্র প্রণয়ন প্রণয়ন কমিটির সদস্য ড. জাহিদ হাসান বলেন, শ্বেতপত্র প্রণয়নের জন্য কিছু বিষয় উঠে এসেছে। কিন্তু ব্যাপকতা ও গভীরতা বলে একটা বিষয় আছে। এখন আমরা ব্যাপকতার চাইতে গভীরতাকে বেশি গুরুত্ব দিচ্ছি। রেলপথ, পানিপথ, সড়ক পথ ছাড়াও অদৃশ্য কিছু পথ রয়েছে। এখন এই সকল পথের গভীরতা বিবেচনায় সংস্কার অগ্রগতি পরিচালনা হচ্ছে। প্রকৃত পক্ষে আমাদের মাটির কাছাকাছি থাকতে হবে খুব বেশি আকাশচুম্বী প্রত্যাশা করা উচিত হবে না। তবে জবাবদিহিতার পদ্ধতিগত সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে প্রণয়ন কমিটি একটি দৃশ্যমান পদ্ধতি প্রণয়নে কাজ করছে।

কমিটির আরেক সদস্য অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, দেশের সার্বিক সংকটের সমস্যাটা মোটা দাগে চিহ্নিত করলে দেখা যাবে যে, এটা শুরু হয়েছে মূলত ২০১৪ সালের একটি অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য ও ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে। তখন থেকেই উন্নয়নের বয়ানে ক্রোনি ক্যাপিটালিজম বা চামচা পুঁজিবাদকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রকল্পভিত্তিক দুর্নীতি, ব্যয় ভিত্তিক দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে হরিলুক হয়েছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক অর্থনীতির যে আবহও সৃষ্টি হয়েছে। তা রাজনীতি আমলা ও ব্যবসায়ীরা একটি অ্যালেন্স তৈরি করে করেছে। তারাই মূলত এই উন্নয়ন বয়ানকে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন ছিল তারা তাদের স্বার্থের কারণে এই সংস্কারগুলোকে কখনোই সামনে আসতে দেয়নি। কারণ এই সংস্কারগুলো তাদের স্বার্থে বিঘ্ন ঘটাবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?

অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক

যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক

স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

'‌‌গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'

'‌‌গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর

ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ

ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়

অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়

প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।

প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।

শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!

শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!

বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’

নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’

জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর

আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর

অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ

অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক

র‍্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ