'আপনার মতো ফ্যাসিজমের নিকৃষ্ট দালালদের মুখে যে কেউ কালো রং মেখে দেয় না - শোকর করেন'
২১ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম
ফাহাম আবদুস সালাম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, আপনার মতো ফ্যাসিজমের নিকৃষ্ট দালালরা যে এখনো রাস্তায় হাটতে পারেন - মুখে কেউ কালো রং মেখে দেয় না - শোকর করেন। আপনার মতো নিকৃষ্ট খুনীর একটা শীর্ষ দালালকে আবার প্রথম আলো প্ল্যাটফর্ম দিয়ে নর্মালাইজও করে।
সালাম বলেন, এইটা যদি স্পেইন কিংবা ইটালি হতো - আপনাকে কী করতো ভাবলেই আমি শিউরে উঠি। আপনাদের স্পর্ধা আমাকে বিস্মিত করে। ৫ থেকে ৮ অগাস্ট কিছু করা হয় নাই দেখে আপনাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা জন্মায় নাই। দিনবাদিন দুঃসাহস বেড়েই চলেছে।
তিনি বলেন, তরুণ প্রজন্ম উৎসের সাথে ঠিকই যুক্ত আছে। শুধু আপনাদের মতো খুনীদের গোলাম ও ভারতের দালালদের থেকে বিচ্যূত হয়েছে। আপা মর বলা আপামর জনতা আপনাদের য়ে করেছে। ভালো হয়েছে।
উল্লেখ্য, সুলতানা কামাল বলেছেন, তরুণ প্রজন্ম উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বাঁচবে না। তিনি প্রধান উপদেষ্টার একটি বক্তব্যের রেশ ধরে বলেন, রিসেট বাটন টিপে দেওয়াই যায়, তারপর কী হবে, সে বোধটুকুও থাকতে হবে। আজকের প্রথম আলোতে এসব কথা প্রকাশিত হয়েছে।
ফাহাম আবদুস সালামের ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজনরা সুলতানা কামাল ও প্রথম আলোর সমালোচনা করে নানা মতামত দিয়েছেন। কঠিনতম শাস্তির দাবি করেছেন অনেকেই। আরকান উল্লাহ হারুনি লিখেছেন, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল উপদেস্টাদ্র মেউ মেউ এর কারনে এই সকল .. স্বৈর দালাল মাথা বের করার সুযোগ পেয়েছে ..বলে মনে করে বিজ্ঞ মহল .,! ফাতেমা তুজ জোহরা লিখেছেন, প্রথম আলো একটা একটা করে দালাল দের ফুটেজ দিয়ে আবার সমাজে জায়গা করে দিচ্ছে। এই ফ্যাশিস্ট চিড়িয়া পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি তলে তলে হলেও ভালোই দ্রুত।
তারিক সাদাত লিখেছেন, এই চিড়িয়াদের জন্য একটা চিড়িয়াখানা বানানো হোক। মো. সাইফুল ইসলাম লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে ৫-৮ আগস্ট। এই দিনগুলো আর ফিরে আসবে না। ঐ ৩দিন শুধু বাটামের উপ্রে রাখার দরকার ছিলো। আমি নিজেও শান্ত থাকার পোস্ট দিছি, এখন মনে হচ্ছে ভুল করছি।
নিকিতা সরকার লিখেছেন, আমরা এমন এক দুর্ভাগা জাতি! আমাদের সিনিয়র প্রজন্মের সবগুলোই এক একটা দেশদ্রোহী দালাল, যারা চেতনা বিক্রি করার নামে দেশ বিক্রি করে, জাতির ভাগ্য বিক্রি করে পর দেশীয় একটা রাষ্ট্রের কাছে। অনুপ রায়হান লিখেছেন, প্রথম আলোকে কেন জয় বাংলা করা দরকার আবারও প্রমাণ দিলো। এদেরকে পুনর্বাসনের কাজ দায়িত্ব সহকারে চালিয়ে যাচ্ছে প্রথম আলো।
মো. আবদুস সালাম লিখেছেন, এজন্যই তো অভ্যুত্থানে আহত ভাইদের থেকেও প্রথম আলো ঘেরাও করার ডাক আসে!! ঠিকই আছে, এমন পত্রিকা থাকাই উচিত না যারা দালালদের প্রমোট করে। ফখরুল আবেদিন লিখেছেন, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের কাজকর্মের জন্য লজ্জা পায় না। কিন্তু তাদের কাজকর্ম দেখে অন্যরা লজ্জা পায়। এই যে অন্যরা লজ্জা পায়, এইটা নিয়েও তাদের কোনো লজ্জা নাই কিংবা অনুশোচনাও নাই। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই জাতীয় মানুষের সংখ্যা প্রচুর।
তাইব আহমেদ লিখেছেন, প্রথম আলো না থাকলে ফ্যাসিবাদের এই নিকৃষ্ট দালাল এই স্পেইস পেতো না। বাংলাদেশ প্রথম আলোর কাছে হেরে যাচ্ছে! সাপমসুদ্দিন হিরা লিখেছেন, ভা র ত ভা তা র আর খুনীর দোসর কে তাদের নিয়োজিত এজেন্সি প্রথম আলো ডেইলি স্টার ক্লিন চিট দেয়া মানেই তাদের বিষয়ে সোচ্চার হতে হবে। আরশাদ হোসেন লিখেছেন, শুধু ঘৃনা প্রকাশ করলেই চলবেনা।এগুলোকে অবশ্যই কঠিনতম শাস্তি দিতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা