মা-মেয়েসহ সড়কে নিহত ৭
২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৩ এএম
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আরো ২১ জন আহত হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে, ধামরাইয়ে কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ পোশাক শ্রমিক ও নোয়াখালীতে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় সড়কে ছিঁটকে পড়ে মোটরসাইকেল চালকও আহত হন। গতকাল ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার চলচিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ির চরকান্দা গ্রামের আকরাম শেখের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার কন্যা আছিয়া আক্তার (৫)।
জানা যায়, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, নিহতরা ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে নিজ বাড়ি কুঠিবাড়ি চরকান্দায় ফিরছিলেন। পথিমধ্যে চারা বটতলা এলাকায় পৌঁছলে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মা ও মেয়েকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মা সাজেদা বেগম মারা যায় এবং মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মেয়ে আছিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইটবাহী ট্রাক চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ভুলু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইফা ওই এলাকার নুরুল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, শিশু সাইফা বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এসময় ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাক ও এর চালক মো. আলমগীরকে আটক করে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-আরচা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তিন দফা দাবিতে কারখানার সামনে শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা।
এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পোশাক শ্রমিকদের যাতায়াতের জন্য ভাল মানের পরিবহনের ব্যবস্থা, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে ও আহত শ্রমিকদের চিকিৎসা করতে হবে। শ্রমিকদের তিন দফা দাবি কারখানার কর্তৃপক্ষ মেনে নিয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
গত বুধবার রাত ১০টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতর হলো- জাহাঙ্গীর আলম (৩০), জিয়াসমিন আক্তার (২৭), খাদেজা আক্তারসহ (২৫), নিপা আক্তার (২৪)। এ সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়।
শ্রমিক শিউলি, রানি, জরিনা, সোহেল, সেলিমসহ আরো অনেকে জানান, তাদের চার শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলে তারা অবরোধ তুলে নেন। গ্রাফিক্স টেক্সটাইল কারখানার এইচআর এডমিন ম্যানেজার বিকাশ রায় বলেন, শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়া হয়েছে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ