সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারকে কঠোর হতে হবে : বাংলাদেশ ন্যাপ
২৮ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম
চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রক্ষা ও এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ‘হত্যাকান্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, আইনজীবী হত্যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ কিনা তা তদন্ত করে উদঘাটন করতে হবে।
তারা বলেন, ইসকন ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আদালত ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ পথচারীদের আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। যা দেশ-জাতি ও রাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন হুমকি।
নেতৃদ্বয় বলেন, যদিও ৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়ার তথ্য জানিয়েছিল সংগঠনটি। কিন্তু, চিন্ময় কৃষ্ণ দাসের আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)। তিনি 'বাংলাদেশে ইসকনের গুরুত্বপূর্ণ নেতা' উল্লেখ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে প্রমান করেছে বাংলাদেশের ইসকনের দেয়া তথ্য সত্য নয়। তারা শুধু নিজেদের অপরাধ আড়াল করতেই মিথ্যা তথ্য প্রদান করেছেন।
তারা বলেন, ফ্যাসিবাদের পতনের পর অবাধ গণতন্ত্রের সুযোগে দেশের ভেতরের বিভিন্ন অপশক্তি এবং বাইরের ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যখন দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রশ্নে সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কারসহ সকল ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বিনির্মাণের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তখন সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে অপশক্তির বিরুদ্ধে।
নেতৃদ্বয় বলেন, ৫ আগস্টের পর সুযোগ এসেছে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য একটি পরিবর্তন নিয়ে আসার। কিন্তু, দু:খজনক হলেও সত্য যে, মাত্র তিন মাসের মাথায় রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গেছে। ফ্যাসীবাদী শক্তির পতনের লক্ষে যারা শাহাদাত বরণ করলো তারা কি এই বাংলাদেশ চেয়েছে ? অশুভ শক্তির পতনের তিন মাস হয়নি অথচ একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে। পত্রিকা অফিস পুড়িয়ে দেয়া হচ্ছে, আহালে হাদিস-সালাফি নামক উগ্র ধর্মীয় গোষ্টি মাজার, দরবার, দরগায় আক্রমণ করছে। এসব কিসের লক্ষন ? এসব লক্ষন শুভ নয়।
তারা বলেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা সৃষ্টি করে আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে ষড়যন্ত্রকারীরা ? বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছে তারা দেশ-সমাজ ও রাষ্ট্রের শত্রæ। ধর্মীয় লেবাসে তারা দেশ জাতিতে বিভক্ত করে দিতে চাচ্ছে। দরবারে হামলা, মত ভিন্নতার কারণে অন্যের মাহফিল বন্ধ করে দেয়া কোন শুভ লক্ষন নয়। এসকল অতি উগ্রবাদী ও উম্মাদ গোষ্টির বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস