টেকনাফ স্থলবন্দরে রাজস্ব আয়ে ধস বাণিজ্য ঘাটতি ৪৭৩ কোটি টাকা
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ এএম
বাংলাদেশ থেকে ১০ মাস ধরে মিয়ানমারে পণ্য রফতানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে টেকনাফ স্থলবন্দরের রাজস্ব আয়েও নেমেছে ধস। স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম পাঁচ. মাসে (জুলাই-নভেম্বর) এই স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৬৪ কোটি ১৯ লাখ টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ২৫১ কোটি টাকা। স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা ও আমদানি-রফতানিকারকেরা বলছেন, মিয়ানমারের জান্তাবাহিনীর সাথে সে দেশের আরাকান আর্মি (এএ) বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের কারণে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যে।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, চলতি বছরের ফেব্রæয়ারি থেকে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্যবাহী বা কার্গো ট্রলার ও জাহাজ চলাচল করতে পারছে না। এতে বাংলাদেশ থেকে পণ্য রফতানি একপ্রকার বন্ধ হয়ে গেছে। মিয়ানমারের মংডুর সঙ্গে আমদানি ও রফতানি দুটিই বন্ধ। তবে মাঝেমধ্যে আকিয়াব ও ইয়াঙ্গুন থেকে থেমে থেমে পণ্য আমদানি অল্প পরিসরে হচ্ছে। এতে বিপাকে পড়েছেন এই বন্দর কেন্দ্রিক আমদানি-রফতানিকারকেরা।
সীমান্ত বাণিজ্য ব্যবসায়ীরা বলেন, ১৯৯৫ সালে সীমান্ত বাণিজ্য চালু হলেও এখনো আমদানি-রফতানিতে ঋণপত্র বা এলসি প্রথা চালু হয়নি। মূলত ডিমান্ড ড্রাফটের (এফডিডি) মাধ্যমে সীমান্ত বাণিজ্য চলে আসছে। গত বছরের ডিসেম্বরে ডলারের মূল্যবৃদ্ধি ও সঙ্কট দেখা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এফডিডি সঙ্কটে পড়েন।
কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাইয়ে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাত কোটি টাকা। এ ছাড়া আগস্টে প্রায় ২৫ কোটি, সেপ্টেম্বরে সোয়া ৯ কোটি, অক্টোবরে প্রায় ৭ কোটি ও নভেম্বরে সোয়া ১৬ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। গত অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছিল যথাক্রমে প্রায় ৪০ কোটি, ৪৯ কোটি, ৪৮ কোটি, ৬৬ কোটি ও ৪৮ কোটি টাকা।
কাস্টমস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের (জুলাই থেকে নভেম্বর) এই পাঁচ মাসে টেকনাফ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছে প্রায় ৮ হাজার ৩৯৮ মেট্রিক টন। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ৪৫ হাজার ৮১৪ মেট্রিক টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে প্রায় সাড়ে ৩৭ হাজার মেট্রিক টন। টাকার অঙ্কে আমদানি কমেছে প্রায় ৪৭৩ কোটি টাকার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের