ব্র্যাকের মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন ইনকিলাবের হাসান-উজ-জামান
১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাসান-উজ-জামান। তিনি সংবাদপত্র (জাতীয়) পত্রিকা ক্যাটাগরিতে এ পুরস্কার লাভ করেন। এছাড়া এবছর বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৫ জন সাংবাদিককে এই পদক দেওয়া হয়েছে। আজ রোববার ( ১৫ ডিসেম্বর) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ।
অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে সরেজমিনে বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গত বছরের ২৩ অক্টোবর ‘সরকারের খাতায় মৃত বিপ্লব সিঙ্গাপুর থেকে রেমিটেন্স পাঠাচ্ছে’ ২৪ অক্টোবর ‘দূতাবাসের অযৌক্তিক আইনি জটিলতা-বাংলাদেশি শ্রমিক নিতে সিঙ্গাপুরের অনিহা’ এবং পরদিন ‘প্রবাসে বৈধ আয়ের টাকাও দেশে আসছে হুন্ডিতে’ ইনকিলাবে প্রকাশিত একটি সিরিজ প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।
এছাড়া অভিবাসন খাতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পত্রিকা ও টেলিভিশন, অনলাইনে ক্যাটাগরিতে আরও ১৫ জন সাংবাদিককে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া এ ক্যাটগরিতে পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কামরুন নাহার, মাসুম বিল্লাহ এবং আজকের পত্রিকার সাইফুল মাসুম। আঞ্চলিক পত্রিকা ক্যাটাগরিতে একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং সাপ্তাহিক চৌদ্দগ্রামের মো. শাহীন আলম, টেলিভিশন নিউজ বিভাগে বাংলাভিশনের কেফায়েতউল্লাহ চৌধুরী শাকিল, তার ক্যামেরাপর্সন মোহাম্মদ রাজিবুল ইসলাম, চ্যানেল ২৪ এর মো. রাশেদুজ্জামান, তার সঙ্গে ক্যামেরায় ছিলেন এস আই সুমন এবং আরটিভি’র মো. তানভীর হাসান, ক্যামেরা পারসন ছিলেন মো. জাকির হোসেন রানা। টেলিভিশন প্রোগ্রাম ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মো. নাজমুল সাঈদ ও ক্যামেরা পারসন কাজী মোহাম্মদ ইসমাঈল। রেডিও বিভাগে পুরস্কার লাভ করেন রেডিও তেহরানের মো. বাদশা মিয়া। অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজের জাহাঙ্গীর আলম, প্রথম আলোর অজয় কুন্ডু এবং বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি ও খবরের কাগজের শাকিলা আক্তার ববি। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদপত্র এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিয়মিত, নিরাপদ এবং সম্মানজনক অভিবাসনে বিশ্বাসী। আমরা যে ধরনের কাজে কর্মী খুঁজছি সে ধরনের কাজে দক্ষ হলে আরও বেশি সংখ্যায় বাংলাদেশিরা ইউরোপে শ্রম অভিবাসন করতে পারবেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত হলে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ দুই পক্ষই উপকৃত হবে। অভিবাসন খাতে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাইকেল মিলার করেন, সাংবাদিকদের কাজ নীতি-নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়ায় ভূমিকা রাখে। গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে কাজ করলে বাংলাদেশের অভিবাসন খাত আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানের মূলবক্তা দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, অভিবাসীরা প্রতি বছর দেশে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন। সরকারের উচিত এই খাতে বিনিয়োগে জোর দেওয়া এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, জুরি বোর্ডের সদস্য হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাস এবং দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#########
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু
কালিগঞ্জে বিভিন্ন সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্পার
রাজনৈতিক মিথ্যা মামলার ভয় দেখিয়ে জামির আলী মার্কেট দখলের পাঁয়তারা
দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট ,অভিশংসিত প্রেসিডেন্ট ইউন আদালতে হাজির হননি
সালথায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বাড়ি-ঘর ভাঙচুর
শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ
নোয়াখালীর কবিরহাটে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার-১
জম্মু-কাশ্মীরে ৫ ভারতীয় সেনা নিহত
অ্যাবারক্রোম্বি সিইও যৌন পাচার মামলায় অভিযুক্ত
চাঁদপুরে সেভেন মার্ডার: নৃশংসতার বর্ণনা দিলো র্যাব
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান