দেশের মালিকানা জনগণের নিকট ফিরিয়ে দিতেই সংস্কার প্রয়োজন
২৪ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন দরকার, সংস্কার দরকার। সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের নিকট ফেরত দিতেই সংস্কার করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এই রাষ্ট্র নাগরিকের কোন অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিলো। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ পায় । তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়াল খুশি মতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। আমার বাংলাদেশ (এবি) পার্টি'র উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৩ তম দিনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই বক্তব্য দেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী ড.শহীদুল আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন শামস। পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবদুল হক সানী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার ও কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল।
প্রধান অতিথি উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ১৪, ১৮ ও ২৪ শে ভোট দিতে পারছেন ? এ সময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক ধ্বনি দিয়ে জানান দেন। তিনি বলেন, আমরা দেশটাকে আর ভোটারবিহীন সংস্কৃতিতে রাখতে চাই না। সংস্কারের যে সুপারিশ গুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড.শহীদুল আলম বলেন, এই গণইফতারে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরনের প্রোগ্রাম আমাকে অভিভূত ও আবেগতাড়িত করে। অধিকাংশ দল ও মানুষ রাজনীতিই করেন ক্ষমতা প্রদর্শন ও অর্থ উপার্জন করার জন্য। একটি রাজনৈতিক দলের আদর্শ যে এভাবে প্রকাশ করা যায় তা এবি পার্টিকে না দেখলে বোঝা যেতো না। তিনি বিভিন্ন দাবি আদায়ে জনদূর্ভোগ না করার পরামর্শ দিয়ে বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য সাধারণ মানুষের ক্ষতি বা জনদূর্ভোগ তৈরী করা যাবে না। তিনি জনগণের সম অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, এই জন্যই আমরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমতার কারনেই আমি গাড়ি না ব্যবহার করে সাইকেল ব্যবহার করি। ইসরাইলি গণহত্যা কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, সভ্য বিশ্বে এমন বর্বরতা চলতে পারে না।
অপর বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন শামস বলেন, গণইফতার কার্যক্রম এবি পার্টির একটি মহৎ উদ্যোগ৷ আমরা সবাই একত্রে কাজ করতে পারলে দেশটা অনেক সুন্দর হবে বলে মত দেন তিনি।
সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা আপনাদেরকে একটি স্বাস্থ্যসম্মত খাবার দেয়ার চেষ্টা করছি। সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই গণইফতার টি পরিচালিত হচ্ছে। মানুষ যদি পরিকল্পনা না করে তাহলে তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। তিনি সকলের জীবনের উন্নয়নের জন্য পরিকল্পনা করার আহবান জানান। তিনি উপস্থিত মেহনতী মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাগ্যোন্নয়নের জন্য এবি পার্টি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সবার আগে গনহত্যার বিচার করতে হবে, চুরির টাকা ফেরত নিয়ে আসতে হবে, আমাদের সন্তান হত্যার বিচার করতে হবে। বিচার নস্যাৎ করতে একটি চক্র কাজ করছে। তিনি উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে বলেন, খাবারের কষ্টের জন্যই আপনারা এখানে এসেছেন। রাষ্ট্রের নিকট আপনাদের অনেক পাওনা আছে। রাষ্ট্র সেই পাওনা দিচ্ছে না। রাষ্ট্র সেই পাওনা বুঝিয়ে দিলে আপনাদেরকে এই গণইফতারে আসতে হতো না বলে মত দেন তিনি।
গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল,এবি পেশাজীবি কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দৌলতপুরে অবৈধ বালু উত্তোলন দায়ে ড্রেজার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা

সত্যিই কি ভারতীয় এমিলিয়া ক্লার্ক!

শহীদ জিয়া গণতন্ত্র উদ্ধার করে গেছেন -এড্যা. আল-ফাতাহ খান

বাংলাদেশ খেলাফত মজলিস সর্বশ্রেষ্ঠ নেতৃত্বদানকারী

কপালে লাল টিপ ও রবীন্দ্রনাথ সংগীত গেয়ে সনজীদা খাতুনকে বিদায়

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

সৈয়দপুরে এখন চরম ব্যস্ত দর্জিবাড়ি

ঝুঝিয়াংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা

ছয় বছর লিভ ইনে ছিলেন জিৎ-স্বস্তিকা

বিএফএ সম্মেলনে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চাঁদাবাজ-জুলুম-অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে - মাহমুদুল হক রুবেল

চবিতে শিক্ষা ছুটিতে থাকা ২ শিক্ষক চাকরিচ্যুত

ঈদের ছুটির কারণে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে শুল্ক স্টেশনের কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে

সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের হাফেজের মৃত্যু

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রী

’আমি রাষ্ট্রপতি হলেও আমার আচরণে পরিবর্তন আসবে না’

গাজায় ইহুদি হামলায় একদিনে শহীদ ৩৯

গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেল চীনের বিওয়াইডি