দণ্ড দিয়েই ঠান্ডা
সর্বশক্তিমান মহান আল্লাহর আরেক নাম ‘আদল’। অর্থাৎ ন্যায়পরায়ণ বা ন্যায়বান। ‘আদল’ থেকে ‘আদালত’ শব্দের উৎপত্তি। যাকে বলা হয়, ‘ন্যায়ের স্থান’। আর আরবি ‘নিসফ’ শব্দের অর্থ অর্ধেক। ‘ইনসাফ’ অর্থ সমান দুই ভাগ। বেশি কিংবা কম নয়। ন্যায়ের স্থানে ইনসাফ মিলবে এটি ‘সভ্যসমাজ’ দাবিকারীদের ন্যূনতম প্রত্যাশা। দেশের আদালতে ন্যায়বিচার মিলবে-নাগরিক মাত্রই এ প্রত্যাশা। বিদ্যমান বিচারব্যবস্থার প্রতিশ্রুতিও সেটি। কিন্তু আজকের বাস্তবতা কি? আদালতগুলোতে...