মঙ্গলসূত্র তালাশে অস্ত্রোপচার
ভারতে মেটাল ডিটেক্টর দিয়ে মহিষের পেট অনুসন্ধানের পর তার পেটেও অপারেশন করা হয়েছে। ভারতীয় মিডিয়ার মতে, মহারাষ্ট্র রাজ্যের এক মহিলা গোসলের আগে তার মঙ্গলসূত্র (বিবাহ উপলক্ষে পরা লকেট) একটি পাত্রে রেখে তিনি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর মহিলাটি বুঝতে পারেন যে, তিনি তার লকেটটি খুঁজে পাচ্ছেন না। তারপর তার সন্দেহ হয় যে, লকেটটি একটি মহিষ খেয়ে ফেলেছে। তারপর...