বার্ডস গ্রুপের মালিককে গ্রেফতারের খবরে অবরোধ তুলে নিলো শ্রমিকরা
অবশেষে বার্ডস গ্রুপের মালিককে গ্রেফতারের খবর সেনাবাহিনীর কাছ থেকে পেয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে গিয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল ৯টার দিকে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের পাওনাদি পরিশোধের...