ওলকচু চাষে লাভবান মাগুরার চাষিরা
মাগুরায় ওলকচু চাষে কৃষকরা হচ্ছেন লাভবান। ওলকচু চাষ করে সফলতায় কচুগ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার দারিয়াপুর গ্রাম। মাগুরায় এই প্রথমবারের মতো ওলকচু চাষ করে সাফল্য অর্জন করেছেন সদরের হাজীপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের শতাধিক কৃষক। বাড়ির পাশে পতিত জমিতে, লিচু, আম বাগানের মধ্যে ও মাঠে ওলকচু চাষ করছেন এ এলাকার প্রায় শতাধিক কৃষক।
বীজ বপন করার পর...