নওগাঁয় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
নওগাঁর পত্মীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আম ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সকালে পত্মীতলা-সাপাহার সড়কে দুর্ঘটনাটি ঘটে। পত্মীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, পত্মীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিলো। এসময় সাপাহার থেকে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সাথে মাছ পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমের পিকআপের ড্রাইভার ও সহযোগী গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে...