হজ গাইডে অফিসের পিয়ন গাড়ির ড্রাইভার!
সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের দেখভাল করার জন্য হজ গাইড নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। হজ গাইড নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে অফিসের পিয়ন, গাড়ীর ড্রাইভারকে নিয়োগ দেয়ায় খোঁদ ধর্ম মন্ত্রণালয়ে তোলপাড় শুরু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের দোর্দা- প্রতাপশালী একজন উপসচিবের চরম স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি এবং ক্ষমতার দাপটের দরুণ হজ গাইড নিয়োগে নানা অনিয়মের ঘটনা ঘটেছে। হজের পূর্ব অভিজ্ঞতা ও ধর্মীয় জ্ঞান কিছুই...