জলবায়ু বাজেটের সংস্কার প্রয়োজন : সিপিডি
জলবায়ু পরিবর্তন বাংলাদেশের অস্তিত্বের লড়াই। জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু বাজেট এমনভাবে সংস্কার করা উচিত, যাতে সামঞ্জস্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কৌশল হিসেবে বিবেচিত হয়। আর জলবায়ু বাজেট সংস্কার পরিচালনার জন্য অর্থমন্ত্রণালয় দায়িত্ব নেওয়া উচিত।
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত ‘জলবায়ু বাজেটের পর্যালোচনা ও বাংলাদেশে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা...