সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি
আগামী ১২ জুলাই রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এজন্য সমাবেশের অনুমতি চেয়ে দলের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তবে ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। ডিএমপি জানিয়েছে, অনুমতি দেওয়া যাবে কি না, তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন,...