'জামায়াত নিয়ে পর্দার আড়ালে কূটরাজনীতি'
জামায়াত নিয়ে পর্দার আড়ালে কূটরাজনীতি এমন শিরোনাম করেছে সমকাল। এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী কারসঙ্গে-তা নিয়ে রাজনৈতিক সক্রিয় মহলে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আওয়ামী লীগ বলছে, জামায়াত বিএনপির সঙ্গী। বিএনপি নেতারা জামায়াত তোষণের অভিযোগ দিচ্ছেন আওয়ামী লীগের দিকে। যদিও খোদ জামায়াতে ইসলামী বলছে, বিএনপি জোট ভেঙ্গে দেওয়ার পর তারা একা পথ চলছে।
এই খবরটি নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘AL, BNP accuse...