কুকুরে মালিকের রক্ষা
একজন মানুষ প্রায়ই কুকুরের ভালবাসা এবং আনুগত্যের ঘটনা শোনেন এবং দেখেন। একটি অনুরূপ ঘটনা একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছে। বিদেশী মিডিয়ার মতে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি কুকুর দারুণ সাহসিকতা দেখিয়ে সোফার আড়ালে লুকিয়ে থাকা বিপজ্জনক ও বিষাক্ত সাপের হাত থেকে তার মালিককে বাঁচিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২ দিন থেকে কুকুরটির মালিক যখনই সোফায় বসার চেষ্টা করত, সে সোফায় ঘেউ ঘেউ করতে শুরু...