নিউইয়র্কে ‘লিটল বাংলাদেশ ওয়ে’র নামফলক উন্মোচন
বাংলাদেশী অধ্যুষিত নিউয়র্কের ওজন পার্কে ‘লিটল বাংলাদেশ ওয়ে’ নামে একটি সড়কের নামকরণ করেছে নিউয়র্ক সিটি কাউন্সিল। গত শুক্রবার বাদ জুম্মা এই সড়কের ‘নামফলক উন্মোচন’ ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওজন পার্ক এলাকায় বাংলাদেশের নামে সড়ক নামকরণে দারুণ খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা। উল্লেখ্য, ইতোপূর্বে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রæকলীন ও জামাইকায় বাংলাদেশের নামে সড়কের নামকরণ করে নিউইয়র্ক সিটি কাউন্সিল। এর...