আম্বানির হাত ধরে ফিরছে একসময়ের জনপ্রিয় ক্যাম্পা কোলা
ফিরছে ক্যাম্পা কোলা। পাঁচ দশকের পুরনো বিখ্যাত এই কোমল পানীয় এ মুহূর্তে কেবল নস্ট্যালজিয়াতেই রয়েছে। কিন্তু তাকে ফের বাজারজাত করতে চলেছে রিলায়েন্স গ্রুপ। এবারের গ্রীষ্মেই ভারতীয়দের তৃষ্ণা মেটাতে হাজির হবে ক্যাম্পা কোলা। একদা যার বিজ্ঞাপনী পাঞ্চলাইন ছিল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট’।
জানা গিয়েছে, মুকেশ আম্বানির সংস্থা গত বছরের আগস্টেই ‘পিওর ড্রিঙ্কস’ সংস্থার থেকে ২২ কোটি রুপিতে এ ব্র্যান্ডটি কিনে নিয়েছিল। এই...