দেশি ফলেই ইফতারি
চট্টগ্রামের হাটবাজারে ফলের দোকানে থরে থরে সাজানো দেশি ফল। নগরীর অলিগলিতে ভ্যানগাড়িযোগে বিক্রি হচ্ছে তরমুজ, আনারস, বাঙ্গি, বেল, আতা, কলা, পেঁপে, বড়ই, পেয়ারাসহ হরেক রকমের ফল। দাম কিছুটা চড়া হলেও এবারের পবিত্র মাহে রমজানে ইফতারিতে এসব ফল খেতে পারছেন রোজাদারেরা। বিদেশি ফলের তুলনায় এবার দেশি ফলের সরবরাহ বেশি। ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার দেশি ফলের ভালো ফলন...