ইরান ও সউদীর আলোচনা সংলাপ-শান্তির বিজয় : চীন
সউদী আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সফল আলোচনাকে ‘সংলাপের বিজয়’ হিসেবে দেখছে মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা চীন। দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, বেইজিংয়ে ইরান ও সউদী আরবের মধ্যে সফল আলোচনা সংলাপ ও শান্তির বিজয়। গত শুক্রবার ইরান ও সউদী আরব তাদের দীর্ঘ বৈরিতা দূরে ঠেলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও একে অপরের দেশে দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।...