বিচারাঙ্গনে পেশীর লড়াই
যে অঙ্গনে মানুষ যায় ন্যায় বিচারের প্রত্যাশায়; সেই বিচারাঙ্গনে ভয়াবহ হাতাহাতির দৃশ্য দেখলো দেশের মানুষ। কালো কোটপরা শত শত আইনজীবী একে অপরের দিকে তেড়ে আসছেন। আইনশৃংখলা বাহিনী বেপরোয়া হামলায় ১০ জন সংবাদকর্মীসহ অনেকে আহত হয়েছেন। পুলিশের বেপরোয়া হামলার শিকার সাংবাদিকরা। হাসপাতালে ভর্তি করা হয়েছেন। যেখানে যুক্তিতর্ক হওয়ার কথা সেখানে যুক্তি নয়; পেশীর লড়াই হয়েছে। পুলিশ দিয়ে পিটিয়ে দখল করা হয়েছে...