বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস
ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারায় সফরকারীদের। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। জবাবে বাংলাদেশ দুই ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
তারুণ্যে আস্থা রেখে কোনো ভুল করেননি...