আন্দোলনে ছাত্রদলের ৪৯ নেতাকর্মী শহীদ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪৯ জন নেতা-কর্মী শহীদ হয়েছে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসব শহীদের তালিকাও প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্রদলের ৪৯ জন শহীদসহ...