সাপ চোরাচালানের চেষ্টা
চীনে শতাধিক জীবন্ত সাপ পাচারের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হংকংয়ের ওই ব্যক্তি তার ট্রাউজারের পকেটে জীবন্ত সাপ লুকিয়ে রেখেছিলেন। তল্লাশিকালে শুল্ক কর্মকর্তারা ৬টি প্লাস্টিকের ব্যাগে রাখা বিভিন্ন প্রজাতির জীবন্ত সাপ উদ্ধার করেন।এটি উল্লেখ করা উচিত যে, অনুমতি ছাড়া দেশের বাইরে থেকে প্রাণী, পাখি এবং পোকামাকড় চীনে আনা নিষিদ্ধ। সূত্র : জে এন।