আবেদ আলীর আলিশান বাড়ি এখন ফাঁকা, জ্বলছে না বাতি
কদিন আগেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর (৬০) গ্রামের আলিশান বাড়িতে ছিল বহু গণ্যমান্যের পদচারণা। বাড়িতে এলেই আশপাশের মানুষেরা ভিড় জমাতো। সকাল-সন্ধ্যা নানা আয়োজন, আড্ডা আর স্থানীয় রাজনীতিবিদদের নিয়ে চলতো নানা পরিকল্পনা। কিন্তু মাত্র একদিনের মধ্যেই চিত্র গেল পাল্টে। ডাসারে অবস্থিত আবেদ আলীর আলিশান বাড়িটি এখন শূন্য পড়ে আছে। একদম ফাঁকা। কারও ছায়ারও দেখা মিলছে না সে...