দুদকের স্ট্র্যাটেজি কী?
দুর্নীতির মামলা হচ্ছে। এক দিনে ২টি, ৪টি, ৬টি করে। এজাহারে উল্লেখিত টাকার অঙ্কও বিরাট। মামলায় আসামি করা হচ্ছে চিহ্নিত ব্যক্তিদের। কিন্তু কোনো মামলায় গ্রেফতার নেই। ‘গ্রেফতার নেই’ বলাটা অবশ্য সত্যের অপলাপ। অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ব্যক্তিদের ‘শ্যোন অ্যারেস্ট’ কিংবা ‘গ্রেফতার’ দেখানো হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজস্ব কোনো মামলায় কাউকে প্রথম গ্রেফতার করেনি। ‘মরা সাপ’ ‘মারা’র কৃতিত্ব দেখানোর...