আমলাতন্ত্রের গ্যাঁড়াকলে দেশ?
‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া/এত যত্নে গড়াইয়াছেন সাঁই/ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ/যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ’? আবদুল আলীমের এই গানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রশাসনযন্ত্রের মিল খুঁজে পাওয়া যায়। মেধা, যোগ্যতা, বিষয়ভিক্তিক পারদর্শিতা, অভিজ্ঞতার বদলে এনজিওকেন্দ্রিক উপদেষ্টা পরিষদ গঠন করায় উপদেষ্টাদের বেশির ভাগই যেন আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ফ্যাসিস্ট হাসিনার অলিগার্ক আমলারা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে যেভাবে পরামর্শ দিচ্ছে উপদেষ্টারাও...