ডিএসপি থেকে কনস্টেবল!
বাহিনীর এক মহিলা কনস্টেবলের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক! তার জেরেই ডিএসপির পদ থেকে সরিয়ে কনস্টেবলের পদে বসানো হল ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশকর্তাকে। ওই পুলিশ কর্মকর্তার নাম কৃপাশঙ্কর কনৌজিয়া।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনৌজিয়া উন্নাওয়ের বিঘাপুরে সার্কেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তাকে গোরক্ষপুরের কনস্টেবলের পদে বসানো হয়েছে। ঘটনার সূত্রপাত, তিন বছর আগে। ২০২১ সালের জুলাই মাসে, পারিবারিক কারণ দেখিয়ে ছুটিতে যান...