ক্ষমতা ছেড়ে মাঠে আসুন
১৩ জুন ২০২৩, ১১:৪৬ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১১:৪৬ পিএম
ক্ষমতা, পুলিশ-প্রশাসন ছেড়ে আওয়ামী লীগকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেণ, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ‘আসেন না নির্বাচনে কার কত শক্তি দেখি।’ আরে আপনারা (আওয়ামী লীগ) আসুন না মাঠে, গদিটা ছেড়ে আসেন, ওই যে পুলিশ-টুলিশ, প্রশাসন ছেড়ে আসেন। আজকে সত্যিকার অর্থে একটা নির্বাচন হোক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন তারপর দেখেন কার কত শক্তি। জনগণের শক্তি যদি দেখতে হয় তাহলে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। এখনো সময় আছে মানে মানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। তা না হলে যতই চেষ্টা করেন পালাবার পথও পাবেন না।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গোপীবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে ওয়াক্তিয়া মসজিদ মোড়ে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, নির্দলীয় সরকারের দাবিতে এই সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে শেষে পদযাত্রা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মোড়, টিকাটুলী, রাজধানী মার্কেট, স্বামীবাগ, দয়াগঞ্জ, ধৌলাইখাল মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়। হাজার হাজার নেতা-কর্মী ব্যানার-ফেষ্টুন নিয়ে এই পদযাত্রায় অংশ নেয়।
একই সময়ে ঢাকা উত্তরের উদ্যোগে মহাখালী থেকে আরেকটি পদযাত্রা হয়। এটি নাবিস্কো মোড়, সাতরাস্তা মোড়, এফডিসি সড়ক দিয়ে কাওরান বাজারে হোটেল সোনারগাঁওয়ের কাছে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হতে পারে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন সিটি করপোরেশনের অনেকগুলো মেয়র নির্বাচন করেছে। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন যে, আমি খুব সন্তুষ্ট এই নির্বাচন নিয়ে। কিভাবে সন্তুষ্ট? বরিশালে যিনি প্রার্থী ছিলেন চরমোনাই পীর সাহেবের ছেলে মাওলানা ফয়জুল করীম আলেম মানুষ তাকে আওয়ামী সন্ত্রাসী পিটিয়ে রক্তাক্ত করেছে, বন্ধ করতে পারেননি। এতো ব্যর্থ আপনারা যে, একজন মেয়র প্রার্থী সর্বজন শ্রদ্ধেয় আলেম মানুষ তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না। আর আপনারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধ ও সুষ্ঠুভাবে। কি পারবে? পারবে না। আমরা অনেক দেখেছি। মাওলানা ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা এবং তার ওপর হামলার ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।
খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে রেখেছিলো তারপরে বাসায় নিয়ে গৃহবন্দি করেছিলো। আপনারা নিশ্চয় শুনেছেন গত সোমবার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। অত্যন্ত অসুস্থ। সেই অবস্থায় তাকে রাত তিনটার সময়ে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। আমাদের নেতা তারেক রহমান তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে সুদূরে নির্বাসিত করে রেখেছে। আমাদের এখানে এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে ৪০/৫০টা মামলা নেই। ৪০ লাখ মানুষকে সরকার কেন আসামী করেছে? একটা মাত্র কারণে যে, তারা জানে এই জাতীয় নেতা যদি বাইরে থাকে তাহলে কোনো নির্বাচনে বিএনপির সঙ্গে পেরে উঠবে না, তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা কখনোই ১০টারও বেশি আসন পাবে না।
বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে আর বিদ্যুতে দাম বাড়তেই আছে, সাধারণ মান্ষু ভুক্তভোগী। আজকে এই সরকারের একটাই মাত্র কাজ জনগণের পকেট কাটা। বাজারে অথবা মিটিংয়ের মধ্যে দেখেন হৈ হৈ করে উঠে কি হলো, পকেট কাটেছে। পকেটমারকে ধরে ফেলেন না। এখন তো সময় এসেছে আসল পকেটমারকে ধরার। সে প্রতিদিন আমাদের পেকেট কেটে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, চাল, ডাল, তেল, লবণ, চিনি, ডিমের দাম বাড়াচ্ছে আর পকেট কাটছে। এমন একটা জিনিস নেই যেখান থেকে পকেট কাটে না।
১০ জনের কাছে দেশের বিদ্যুতখাত জিম্মি হয়ে আছে মন্তব্য করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বিদ্যুতের প্রিপেইড সিস্টেমে যেই ১ হাজার টাকা ভরে বিদ্যুতের কার্ড ঢুকালাম ওমনিতেই ৩‘শ টাকা নেই। কোথায় গেলো ওই হাসিনা সরকারের ঘরে চলে গেছে। আজকে বিদ্যুত সেক্টরে ১০ জন মানুষকে চিহ্নিত করেছে সাংবাদিক ভাইয়েরা। এই ১০ জনের কাছে গোটা বিদ্যুৎখাত জিম্মি এবং বেশির ভাগ টাকা তারা বিদেশে পাচার করে পাঠিয়েছে। একবছরে আমাদেরকে ৭৮ হাজার কোটি টাকা ক্যাপাসিটি ট্যাক্স দিতে হয়।
বাজেটে আড়াই শতাংশ ইনসেনটিভ দেয়ার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নীতির কারণে পাচার করা টাকা বিদেশে টাকা রাখা নিরাপদ নয় বলে সেই টাকা দেশে ফেরত আনার জন্য বাজেটে আড়াই শতাংশ ইনেসেনটিভ দেয়ার পদক্ষেপ নিয়েছে সরকার। সকলকে ‘জেগে উঠার’ আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির খায়রুল কবির খোকন, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, কাজী আবুল বাশার, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহানগর দক্ষিনের নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, তানভীর আহমেদ রবিন, মহানগর দক্ষিণ শ্রমিক দলের সুমন ভুঁইয়া, যুবদলের এনামুল হক এনাম প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩