শেখ হাসিনা এই দেশে যেন আর রাজনীতি করতে না পারে: ফারুক
৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন এটা আমরা চাই না। আমাদের আশা যিনি গণহত্যা চালিয়েছে, গত ১৬ বছর আমাদের ওপর জুলুম-নির্যাতন-হামলা মামলা চালিয়েছে সেই শেখ হাসিনা যেন এই দেশে আর রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা করুন। এটা দেশের সাধারণ জনগণের চাওয়া। গত ১৬ বছর ধরে যারা ভোট দিতে পারেনি তাদের চাওয়া। আপনার মাধ্যমে এ দেশের জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুনরায় সরকারি ছুটি ঘোষণার দাবিতে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, অচিরেই একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করুন। যে নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। দেশের জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করবেন। তখন একটা সংসদ হবে সেই সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি কে হবেন। সংবিধানের কি হবে।
তিনি বলেন, আমরা জোর করে কোনো প্রতিনিধি হতে চাই না। ২০১৪ সালের মতো ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সংসদ গঠন করতে চাই না। ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে দেশের জনগণ যার ভোট সে নিজে দেবে। নিজের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অহংকার ছিল তার পতন হয়েছে। সে এখন দিল্লির একটি আশ্রয় কেন্দ্রে আছে। তারপরও এদেশের চক্রান্ত শেষ হয়নি। নতুন করে চক্রান্ত শুরু হয়ছে। তাই আমাদের নেতা বলেছেন সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক নেত্রী রুমা প্রমুখ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল আটক
স্পিকারের দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা
'গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'
রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- ভিপি নূর
ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়
প্রধান শিক্ষকের হাতে জিমি রয়েছে গোপালগঞ্জের খন্দকার শামসউদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়টি।
শাহরুখের জন্মদিনে এলাহী আয়োজনের আভাস, অতিথি থাকছেন যারা!
বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত
নিবন্ধন পেয়েছে ক্রীড়া নিউজ পোর্টাল ‘খেলা ডট কম’
জীবননগর থানায় শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি
আখাউড়া থেকে অন্যত্র বদলি করায় কর্মকর্তাকে মারধর,অফিস ভাঙচুর
অতিরিক্ত ডিআইজি রফিকুল ও পরিবারের সদস্যদের সম্পত্তি ক্রোকের আদেশ
র্যাব পুলিশের নাম শুনলে আমরা ঘর ছাড়া হয়েছি-কেন্দ্রীয় যুবদলের সা.সম্পাদক
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস খুলতে দিবে না জনগণ : খেলাফত আন্দোলন
বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন : উপদেষ্টা পরিষদ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙতে সরকারকে কার্যকারী উদ্যোগ নিতে হবে- খুলনায় মুফতি আমানুল্লাহ