ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১

পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি

Daily Inqilab জবি সংবাদদাতা

২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আহবায়ক কমিটি ঘোষণার পর সন্ধ্যা থেকে ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা বিক্ষোভ, গেটলক কর্মসূচি পালন করে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ শিক্ষার্থী ও লাইব্রেরিয়ান শিক্ষার্থীরা। ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনার জন্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান জবি ছাত্র অধিকার পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

 

 

মঙ্গলবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান হিমেলকে আহবায়ক ও শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করে। কিন্তু আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ ও ছাত্রদলের একটি গ্রুপ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে। 

 

প্রত্যক্ষদর্শীদের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কম বয়সী কয়েকজন ছেলে মুখে মাস্ক পড়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে একটি টায়ার জালিয়ে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়। তাদের পোশাক পরিচ্ছেদ, বাচনভঙ্গি দেখে অধিকাংশই সদরঘাটের টুকাই বলে জানা যায় । জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার কর্মীরা এবং অনান্য আঞ্চলিক গ্রুপের নেতারা পদবঞ্চিত হওয়ায় এহেন কর্মকান্ড করছে। 

 

 

এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন সাধারণ শিক্ষার্থীরা। ফারুক হোসাইন নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ক্যাম্পাস কি তগো বাপের সম্পত্তি নাকি যে গেটলক করে কর্মসূচি দিতাছস? ওমর ফারুক নামের আরেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ক্যাম্পাস কোন নিদিষ্ট দলের না বা কারও বাপের না। ক্ষমতার দাপটে বিশ্ববিদ্যালয়ের গেইট আটকানে কোন ধরনের আচরণ? দলীয় ব্যাপার আপনাদের দলীয় কার্যালয় আটকান। বিশ্ববিদ্যালয়ের গেট আটকান কোন যুক্তিতে? 

 

 

গত বুধবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যাল শাখার সভাপতি একে এম রাকিব ও সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ করেছি যে, জবি শাখা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে যা শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসের জন্য উদ্বেগজনক। অথচ আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, বিভিন্ন দল বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থের চেয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সবসময় বেশি অগ্রাধিকার পাবে এবং ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

 

 

এছাড়াও বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে - ক্যাম্পাসে উদ্ভূদ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান । বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুন্থানে হাজার হাজার ছাত্র জনতার শহীদি আত্মদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে বৈষম্যহীন- গণতান্ত্রিক বাংলাদেশ এবং সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষা। আমরা দেখেছি, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ওই সংগঠনেরই কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী ক্যাম্পাস এলাকায় মুহূর্মুহু শোডাউন, প্রধান ফটক অবরুদ্ধ এবং রাস্তা অবরোধ করে টায়ারে আগুন দেয়। এতে ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে ; যা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাস দেখেছি, প্রভাব বিস্তার নিয়ে হামলা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এমনি হত্যাও করেছে।আমরা সেই দিনগুলোর পুনরাবৃত্তি চায় না। 

 

 

শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের জায়গায় মতুন কোন সন্ত্রাসী যেন জায়গা করতে না পারে তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রশাসন ও জাতীয়তাবাদ দলের প্রতি আহ্বান জানায় যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। 

 

 

খোঁজ নিয়ে জানা যায়, পদ বঞ্চিতদের অধিকাংশই ক্যাম্পাসের বহিরাগত, অছাত্র, দখলদারত্ব চাদাবাজির সাথে জড়িত ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। তাদের মধ্যে হলেন, শাখা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বিভাগ ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, টিএসসিতে চাঁদাবাজি ও সাবেক ছাত্রলীগের কর্মী রায়হান হোসেন অপু, দুর্জয়, রবিউল ইসলাম শাওন, আতিকুর রহমান তানজিল, শিহাব প্রান্ত, মেহেদী হাসান আকন্দ, সাইফ সবুজ, নিবীর মুন্সি, মাহবুব আলম। শাখা ছাত্রদল থেকে স্বেচ্ছায় অব্যহতি নেয়া আবু আনসার, সাংবাদিককে মারধর করে বহিষ্কৃত মাশফিকুল রাইন, নারী কেলেঙ্কারীর সাথে জড়িত মাহমুদুল হাসান নাইম। আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুমন সরদার, জাফর আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা গ্রুপের নেতাকর্মীরা। পুরান ঢাকার প্রভাবশালী চাঁদাবাজ, মাদক নিয়ন্ত্রণক, পরিবহনে চাঁদাবাজ আব্দুস শুকুর আইমান ক্ষমতার দাপট টিকিয়ে রাখতে বহিরাগতদের ভাড়া করে আনেন।

 

 

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, দলের সাংগঠনিক কাঠামো ও হাই কমান্ডের পরিকল্পনা অনুযায়ী রাজধানীর কয়েকটি ইউনিটে আংশিক আহবায়ক কমিটি দেয়া হয়েছে। গত ১৬ বছরের বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদল বহু ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান। সে লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাচ্ছি।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইসলামিক ফাউন্ডেশনের ডিজির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
আরও

আরও পড়ুন

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান

শুধু নারীদের জন্য

শুধু নারীদের জন্য

নিথর দেহ

নিথর দেহ

আত্মহননে

আত্মহননে

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী