গণহত্যার দায়ে আ. লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার: বিএনপি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের ছয় মাস পূর্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিএনপি লিখিত বক্তব্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার সুপারিশ করে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের ছয় মাস, বর্তমান রাষ্ট্র পরিস্থিতি এবং পরবর্তী করণীয় বিষয়ে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। জনগণ এখন বৈষম্যহীন, মানবিক মর্যাদাপূর্ণ ও ন্যায়বিচারভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে।
বিএনপির লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিতাড়িত ও পরাজিত আওয়ামী লীগ সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় ফ্যাসিস্ট হাসিনা এই তৎপরতা চালিয়ে যাবে। তাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনা প্রয়োজন।
বিএনপির মতে, বর্তমান সরকার ছয় মাসেও পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হচ্ছে, যা দেশের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। বিএনপি আরও বলেছে, জনগণের প্রত্যাশা ছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে, যা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল।
বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিনিয়োগ স্থবিরতা ও নৈরাজ্যজনিত সমস্যাগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছে। বিএনপির দাবি, দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।
বিএনপি লিখিত বক্তব্যে উল্লেখ করেছে, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন ঘটেছে এবং সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। জনপ্রত্যাশা অনুযায়ী সরকার প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
বিএনপি মনে করে, নির্বাচিত সরকার না থাকায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তি করতে দ্বিধান্বিত। এ ছাড়া, কিছু উপদেষ্টা রাজনৈতিক দল গঠনের সঙ্গে জড়িত থাকায় প্রশাসনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিএনপি দ্রুত মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়েছে। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন