ফ্যাসিস্ট হাসিনাকে দেশে পুর্নবাসনের ষড়যন্ত্রে লিপ্তের থাকার অভিযোগ আটাবের বিরুদ্ধে
১৯ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসর অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর বর্তমান কমিটি এখনো বহাল তবিয়তে। স্বৈরাচার হাসিনার পতনের পর হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র হচ্ছে তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আটাবের বর্তমান সভাপতি ও মহাসচিব। নবগঠিত আটাব সংস্কার পরিষদ মঙ্গলবার তিনটি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগে এসব তথ্য তুলে ধরেন। ফ্যাসিস্ট হাসিনার দোসর আটাব সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এর নেতৃত্বাধীন আটাবের বিতর্কিত কমিটি বাতিল করে দ্রুত আটাবে প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম চালানোর জন্য আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক ও মঈন ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. গোফরান চৌধুরী গত ১৮ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে একই দিন স্বৈরাচার হাসিনার দোসর বর্তমান আটাব কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে আটাবকে কলঙ্কমুক্ত করার পাশাপাশি বিতর্কিত আটাব নেতাদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছে আটাব সংস্কার পরিষদ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সহযোগী আটাব কমিটিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের টাস্কফোর্সের সদস্য পদ থেকে বহিষ্কার করার দাবি জানিয়ে অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) ও টাস্কফোর্সের সভাপতির কাছে একই দিন লিখিত আবেদন পেশ করেছে আটাব সংস্কার পরিষদ।
মন্ত্রণালয়ে পেশকৃত লিখিত অভিযোগে বলা হয়, বর্তমান আটাব কমিটির সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব মিসেস আফসিয়া জান্নাত সালেহসহ প্রায় সকলেই আওয়ামী লীগপন্থী। স্বৈরাচার হাসিনার পতনের পরও তারা আটাব কমিটিতে নির্বিঘ্নে রয়েছে এবং হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র হচ্ছে তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। তারা আটাব অনলাইন নামক একটি (ওটিএ-অনলাইন ট্রাভেল এজেন্সি) প্রতিষ্ঠা করে যা বাণিজ্য সংঘ বিধি ও আটাব সদস্যদের স্বার্থের পরিপন্থী। আটাব অনলাইনকে ব্যবহার করে আবদুস সালাম আরেফের মালিকানাধীন ট্রাভেল এজেন্সি এয়ার স্পিড (প্রাঃ) লিঃ এবং মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এর মালিকানাধীন প্রতিষ্ঠান সায়মন ওভারসীজের নামে চেক ইস্যু করে আটাবের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আটাব অনলাইনকে বিলুপ্ত ঘোষণা করেছেন। তারা শেয়ারহোল্ডারদের কোনো টাকা ফেরত দেয়নি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিচয়দানকারী আটাব সভাপতি আবদুস সালাম আরেফের বিরুদ্ধে কোনো ট্রাভেল এজেন্সি এমনকি কোনো এয়ারলাইন্স বিগত ৫ আগস্ট হাসিনার পতনের পূর্বে কোনো কথা বলার সাহস পায়নি। এয়ারলাইন্সগুলো তার অনৈতিক টিকিট গ্রুপ ব্লকিং এর কাজে সহযোগিতা করতে বাধ্য হয়েছিল। অভিযোগে আরো উল্লেখ করা হয়, আওয়ামী পন্থী আটাব সভাপতি নিজের অপকর্ম ঢাকতে এবং বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সের মধ্যে বিরোধ তৈরি করে এয়ার টিকিট ব্যবসায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার গভীর ষড়যন্ত্রের অংশ।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বাহাউদ্দিন নাসিমের আত্মীয় পরিচয়ে এবং প্রশাসনের সহায়তায় ২০১১ সাল থেকে নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে ২ বার মহাসচিব এবং বর্তমান সভাপতি হিসেবে আটাব দখল করে আছেন। ভৌতিক ভোটার তালিকা, কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দিয়ে স্বঘোষিত ফলাফল নিয়ে বার বার নির্বাচিত হয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। জুলাই-আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছিল তা প্রতিহত করার জন্য শেখ হাসিনার বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে ৩ আগস্ট ২০২৪ যে ষড়যন্ত্রমূলক সভাটি করেছিলেন সেখানে বর্তমান আটাব সভাপতি আবদুস সালাম আরেফ উপস্থিত ছিলেন।
গ্রুপ টিকিট ব্যবসায় মাফিয়া খ্যাত এয়ার স্পিড (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বর্তমান আটাব সভাপতি আবদুস সালাম আরেফ। তিনি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট গ্রুপ বুকিং এর মাধ্যমে ব্লক করে এয়ার স্পিড নামক একটি গ্রুপের মাধ্যমে প্রচার করেন এবং চড়া দামে বিক্রি করে থাকেন। ২০২৩-২০২৪ সালে মালয়েশিয়াগামী যাত্রীদের (লেবার) টিকিটের গ্রুপ ব্লকিং এবং ২০২৫ সালে সৌদিগামী (লেবার) টিকিট ব্লকিং এর মাধ্যমে মূল্য বৃদ্ধি করে বিক্রি করেছেন।
আটাব মহাসচিব মিসেস আফসিয়া জান্নাত আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম মুহায়মিন সালেহ এর কন্যা। আফসিয়া জান্নাত সালেহ ও পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ নেত্রী পরিচয়ে আটাব নেতৃত্বে আসেন এবং নিয়ম রক্ষার নির্বাচনে একাধিকবার নির্বাচিত হয়ে কমিটির সকলকে নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে স্বৈরাচার শেখ হাসিনার দোসর বর্তমান আটাব কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মাধ্যমে আটাবকে কলঙ্কমুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয় আটাব সংস্কার পরিষদের পেশকৃত অভিযোগে। পাশাপাশি তাদেরকে আজীবনের জন্য যে কোনো বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অনুরোধ করা হয়।
আটাব সংস্কার পরিষদের সদস্য নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, আটাবকে ফ্যাসিস্ট পতিত সরকারের দোসরমুক্ত এবং দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে গত ১ মার্চ নয়াপল্টনস্থ একটি হোটেলে এক সভায় মো. গোফরান চৌধুরীকে আহ্বায়ক এবং মো. আমির হোসেন আরিফকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আটাব সংস্কার পরিষদ গঠন করা হয়। ওই নেতা আরো জোর দিয়ে উল্লেখ করেন আটাব সভাপতি ও মহাসচিব তাদের নিজস্ব প্রতিষ্ঠানের অনুকূলে আটাব অনলাইন বিলুপ্ত ঘোষণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন চেকের মাধ্যমে।
আটাব মহাসচিব মিসেস আফসিয়া জান্নাত সালেহ ইনকিলাবকে বলেন, যারা টিকিট সিন্ডিকেট করে এক লাখ টাকার টিকিট দুই লাখ টাকায় বিক্রি করতে পারছে না সেই চক্রই আটাব সংস্কার পরিষদের নামে বিভিন্ন মন্ত্রণালয়ে আটাবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। ফ্যাসিস্ট বিগত সরকারের দোসর বলে আমাদের যে তকমা দেওয়া হচ্ছে তা সঠিক না। আমরা সংগঠন করে সদস্যদের স্বার্থে যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের সাথে আটাব নেতাদের মিশতে হয় যেতে হয়, তাতে দোষের কিছু নেই। এছাড়া আটাব অনলাইনের লাখ লাখ টাকা সভাপতি-মহাসচিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগও মিথ্যা বলে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ দাবি করেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই : বিশ্বনাথে লুনা

দলের গঠনতন্ত্র অমান্য করায় বিশ্বনাথে কৃষক দল নেতাকে বহিষ্কার

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৯৮তম অস্কারে উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কোনান ও’ব্রায়েন

মির্জাপুরে খেলাফত মজলিসের ইফতার ও দোয়া মাহফিল

আওয়ামী লীগের রাজনীতির কবর ৫ আগস্ট রচনা হয়েছে - ভোলায় ইশরাক হোসেন

লৌহজংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তা আমরা চাই না: জিএম কাদের

আইপিএল খেলতে যাচ্ছেন তাসকিন?

নেতাকর্মীদের মিলনমেলায় পূর্ণ সিলেটে বিএনপি পরিবারের ইফতার মাহফিল

মহাকাশে হীরার গ্রহের সন্ধান, অবাক নাসার বিজ্ঞানীদের

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলো কী বলছে?

জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের!

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে : সাঈদ সোহরাব

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিষক্রিয়ার আশঙ্কা, ভারতের বাজার থেকে সরানো হল কয়েক হাজার কাশির ওষুধ

দিল্লিতে বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধার নিয়ে নতুন নাটক

পুরো মাহে রমজান উপলক্ষে ফ্রি ইফতার বিতরণ

নিকলী খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত