‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংবিধানে রাখাটা সমীচীন নয়: জাসদ
১২ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম

বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রস্তাব ঘিরে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে বাংলাদেশ জাসদ। সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র, মুক্তিযুদ্ধের গৌরব এবং জাতিগত বৈচিত্র্য—সব মিলিয়ে এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচিন্তার পক্ষেই কথা বলেছে দলটি। জাসদ মনে করে, সংবিধান কেবল আইনি নথি নয়, এটি জাতির মূল্যবোধ ও আত্মপরিচয়ের প্রতিফলন। তাই ধর্মীয় শব্দ বা প্রতীক, ইতিহাসের বিকৃতি কিংবা বিভাজনমূলক শর্ত সংবিধানে থাকা উচিত নয়।
শনিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ জাসদ তাদের প্রস্তাব উপস্থাপন করে। দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় এবং স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রহমানির রাহিম” রাখা সমীচীন নয়। কারণ, ধর্মগ্রন্থের বক্তব্যকে একটি মানব-প্রণীত রাষ্ট্রীয় নথির সঙ্গে তুলনা করা ঠিক নয়। একই সঙ্গে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অপসারণের প্রস্তাবকে দলটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
সংবিধান সংস্কার কমিশনের আরও কিছু প্রস্তাব নিয়ে দলটি তাদের মত দিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সমান গুরুত্ব দিয়ে সংবিধানে সংযোজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করে জাসদ জানায়, এটি মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করার শামিল। তারা মনে করে, ২০২৪-এর ঘটনা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, মুক্তিযুদ্ধের তুলনায় তা কোনোভাবেই এক সারিতে নয়। একইভাবে ১৯৯০ সালের গণ-আন্দোলনও উল্লেখযোগ্য, তবে মুক্তিযুদ্ধের একান্ত মর্যাদা সংবিধানে অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের নাম বাংলাতে পরিবর্তন এবং ৫ম ও ৭ম সংশোধনী বাতিলের প্রস্তাব নিয়ে দলটি পুরনো অবস্থানেই অনড় রয়েছে।
জাসদের মতে, সংবিধানে জাতিগত বৈচিত্র্যের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি সংজ্ঞাসহ অন্তর্ভুক্ত করা জরুরি। দলটি নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা কমানো এবং শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের মতো প্রস্তাবকে বৈষম্য সৃষ্টিকারী বলে মনে করে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সীমাবদ্ধতা কেবল অর্থবিলেই নয়, অনাস্থা প্রস্তাবেও রাখা দরকার বলে জানায় দলটি। নির্বাচন কমিশনারদের ওপর সংসদের শাস্তিমূলক ক্ষমতা রাখার প্রস্তাবকেও তারা কমিশনের স্বাধীনতার পথে বাধা হিসেবে দেখছে।
জনপ্রশাসন কাঠামো সংস্কারেও জাসদ সময়োপযোগী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। বাংলাদেশকে প্রদেশভিত্তিক বিভক্ত করার প্রস্তাবকে তারা সময়ের দাবি বলেছে। সব ক্যাডারের মধ্যে সমতা বজায় রাখা এবং কোনো বিশেষ ক্যাডারকে ঔপনিবেশিক আদলে গড়ে তোলার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানায় দলটি। জেলা পরিষদ বহাল রাখার পক্ষে মত দেয় এবং প্রশাসনের ভেতরে দীর্ঘমেয়াদি ভারসাম্য নিশ্চিতের উপর জোর দেয়।
সব মিলিয়ে, বাংলাদেশ জাসদের বক্তব্য একটি বাস্তবতাভিত্তিক, ধর্মনিরপেক্ষ এবং ঐতিহাসিকভাবে সৎ সংবিধানের আহ্বান—যেখানে ধর্ম নয়, মানবিকতা ও সাম্য হবে রাষ্ট্রচিন্তার ভিত্তি। জাসদের এই প্রস্তাবনা বর্তমান সংবিধান সংস্কার আলোচনায় একটি সাহসী ও যুক্তিবান দৃষ্টিভঙ্গি সংযোজন করেছে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই আটঘরিয়ায় পুলিশের ওপেন হাউজ ডে-রেজানুর

যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাঙালিয়ানা সাজ

২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যু চূড়ান্ত

ওয়ানখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড

গুগলের বিরুদ্ধে কড়া অবস্থান নিল জাপান

নেতা-কর্মীদের বিপদে ফেলে ওবায়দুল কাদেরের আয়েশি জীবন

ঈশ্বরগঞ্জে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবীতে মানববন্ধন

জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের

অগ্নিকান্ডের ঘটনা উৎঘাটনে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি বলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট বিএনপি

প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেডলাইন দেননি : বিএনপি

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের সলিল সমাধি

যে কারনে সড়কে ব্যারিকেট দিলো সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক আবদুল মালেকের ৫ ও স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বরাষ্ট্র সচিবের আকস্মিক থানা পরিদর্শনের পরই রামুতে ইয়াবা সহ পুলিশ সদস্য আটক

পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বরিশালে ‘শেখ কামাল ও জয়’এর নামে গড়ে তোলা ‘স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’টি চালু হবে কবে ?

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ