দানে ধন বাড়ে
১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

এবার আসুন আমরা একটু নযর বুলাই কুরআন ও সুন্নাহয়। দেখি, আল্লাহ তায়ালা ও তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এ ব্যাপারে।
সময় থাকতে দান করবে: আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আমি তোমাদের যে রিযিক দিয়েছিÑ তা থেকে খরচ করো তোমাদের কারো মৃত্যু আসার আগেইÑ অন্যথায় অনুতাপ-অনুশোচনা করে বলতে হবে যে, হে আমার রব! আমাকে যদি অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিতেন, তাহলে অবশ্যই আমি দানÑখয়রাত করতাম এবং নেক লোকদের একজন হতাম। কারো মৃত্যুর নির্ধারিত সময় আসার পর আল্লাহ কাউকে অবকাশ দিবেন না।” (সূরা মুনাফিকুন: ১০-১১)
তিনি আরো ইরশাদ করেন, “তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়। নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ো না।” (সূরা বাকারা: ১৯৫)
দানে ধন বাড়ে: হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “দান-সদকা দ্বারা সম্পদ কখনো কমে না। ক্ষমা করার দ্বারা আল্লাহ বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করেন, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মান-মর্যাদা বাড়িয়ে দেন।” (সহীহ মুসলিম: ২৫৮৮)
এক টাকায় সাতশত নেকী!
আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা (মাটিতে বপন করার পর তা) থেকে সাতটি শীষ জন্মে এবং প্রতিটি শীষে থাকে একশটি করে দানা। এভাবে আল্লাহ যাকে চান, বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী।” (সূরা বাকারা: ২৬১)
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “যে আল্লাহর রাস্তায় একটি জিনিস দান করলো, তার জন্য সাতশত গুণ সাওয়াব লেখা হবে”। (সুনানে তিরমিযি: ১৬২৫)
সদাকার বিনিময় অবশ্যই পাবে: আল্লাহ তায়ালা বলেন, “তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাকো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। তোমাদের উপর কোনোরূপ অবিচার করা হবে না”। (সূরা বাকারা: ২৭২)
প্রকৃত কল্যাণ লাভ করতে হলে: দুনিয়া ও আখেরাতে প্রভূত কল্যাণ লাভ করতে হলে আমাদেরকে বেশি বেশি দান-সদাকা করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, “তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যে পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু (আল্লাহর রাস্তায়) খরচ না করবে”। (সূরা আলে ইমরান: ৯২) নবীজী আরো ইরশাদ করেন, আল্লাহ তায়ালা বলেন, “হে আদম সন্তান! তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করবো”। (সহীহুল বুখারী: ১৯১৭)
সকালে ফিরিশতার দোয়া:
তিনি আরো বলেন, “বান্দা যখনই সকাল যাপন করে তখনই দু’জন ফিরিশতা নাযিল হন, তাদের একজন বলেন, হে আল্লাহ! দানকারীকে বিনিময় দান করো। আর অপরজন বলে, হে আল্লাহ! যে মাল ধরে রাখে তাকে ক্ষতি দান করো”। (সহীহু মুসলিম: ১০১১)
দানের ছায়া: হাদীসে নববীতে আরো বর্ণিত আছে, “(কেয়ামতের দিন) প্রতিটি মানুষ তার সদাকার ছায়ায় অবস্থান করবে, যতক্ষণ না মানুষের মাঝে ফায়সালা করা হবে”। (মুসনাদে আহমদ: ৪/১৪৭)
প্রিয় পাঠক! আসুন, আমরা বেশি বেশি দান-সদাকা করি। আল্লাহ রব্বুল আলামীন সকলকে তাওফীক দান করুন, আমীন।
লেখক: পরিচালক, জামিয়াতুল আবরার আল-ইসলামিয়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

ভাইরাল ভিডিওতে চিতা পরিবারকে পানি খাওয়ানোর দৃশ্য, তদন্তে কুনো কর্তৃপক্ষ

ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা, ৪ মামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক

কুয়াকাটায় খাল পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি উদ্বোধন

ড. ইউনূস নির্মোহভাবে কাজ করছেন, একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন : মান্না

মহেশপুর দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরে যৌথ বাহিনী চেকপোস্টে ২৬৩ যানবাহন তল্লাশি, ১৮ চালকের জরিমানা

ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রসূতির জীবন বাঁচাতে সেনা সদস্যের রক্তদান ও আজান

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন

এসএসসি পরীক্ষা : কর্মকর্তাদের জন্য মাউশির কড়া নির্দেশনা

ঝিনাইদহ ফিলিস্তিনে গণহত্যা: ইসরাইলি পণ্য বয়কটের ডাক ছাত্রদলের

চীনা পণ্যে আরো ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় হামলার প্রতিবাদ মুখে কালো কাপড় বেঁধে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

খাল ও নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে গুইসাপ শিকারের দায়ে তিনজনের অর্থদণ্ড, গুইসাপ অবমুক্ত

বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইমাম গ্রেফতার

নববর্ষ উদযাপন হবে ব্যাপকভাবে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল ও বহিষ্কারের ঝুঁকিতে ১শ’ ৫০ শিক্ষার্থী

বিক্ষোভের নামে সহিংসতা আইনের শাসনের অবমাননা: প্রেস উইং