কোথায় আজ মুসলমান?
৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

নাজীর আহ্মদ জীবন
“বিশ্ব মানবতার আজ এ করুন আর্তনাদ Ñ
রুখে দাও হে শান্তির দূতÑইমাম মাহদী (আঃ)
টুটে যাক যত জুলুম অত্যাচার
জালেমশাহী নিপাত যাক”।
তাই, আজ হে মহা প্রভু! আলো দাও, আরো আলো Ñ এ অন্ধকার ভুমে মানুষ খুঁজে পাক তোমায় Ñ “মোহাম্মদ (সাঃ) কে নতুন করে নতুন পথে চিনে। তাই আজ এ আলোর বড় প্রয়োজন। আর সে আলো “মোহাম্মদী আলো”। বর্তমান সময়ের আলো। “সেদিন (হাশরের দিন) আমি প্রত্যেক দলকে তাদের ইমামের সঙ্গে ডাকব” (বনি ইস্রাইল ঃ ৭১) যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করল, সে জাহেল অবস্থায় মৃত্যৃবরণ করল।” (মুসলিমÑ২য় খন্ড ও কালযুল আমালÑ৩য় খন্ড)।
উক্ত ব্যাখ্যায় বুঝা যায় প্রত্যেক জামানায়, আল্লাহ ও রাসূল কর্তৃক মনোনীত একজন ওলী বা জামানার ইমাম থাকেন এবং তাকে চিনা ও তার অনুগত্য করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। যেমন, অন্যত্র বলা হয়েছে, “তোমরা আনুগত্য কর আল্লাহ ও তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা ইমাম বা নেতৃস্থানীয় (উলিলÑআমর) ওলী, আলেম ও মোজ্জাদ্দেদ।”
যুগে যুগে যারা সত্যের মশাল জ্বালিয়েছেন, মানুষকে দিয়েছেন সঠিক পথ, ইসলামকে করেছেন পুনঃজীবন বা সংস্কার। কিন্তু দুঃখ জনক হলো জ্ঞান অন্ধ, ধর্মান্ধÑগোড়া মানুষগুলো তাদের বিরোধীতা করেছেন। তারা তাদের হিংস্র থাবায় তাদের অনেক কে শহীদ করেছেন, দেশ ছাড়া করেছেন।
রাসুল (সাঃ) শেষ জামানায় ইমাম মাহদী (আঃ) এর সুভাগমন সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছেন। বলেছেন; ইমাম মাহদী জাহির হবার সংবাদ পাওয়া মাত্রই তাঁর বায়আত (মুরিদ) গ্রহণ করতে। এমন কি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হলে, তবুও নিশ্চয় তিনি খলিফাতুল্লাহিল মাহদী” (আল্লাহর খলিফা মাহদী) (ইবনে মাজা)।
আজ বহু দল ও মতে বিভক্ত মুসলমান তবুও তারা সবাই হযরত মাহদী (আঃ) এর শুভাগমণে বিশ্বাসী। কারণ এ সম্পর্কে বহু সহি হাদীস এবং ওলীআল্লাহু ও মোজাদ্দেদগণ এর ভবিষ্যৎবাণী। বিশেষ করে বর্তমান মুসলিম বিশ্বের এ কঠিন মানবতাহীন ও দুঃখজনক সময়ে সবাই অপেক্ষা করেছেন সেই আধ্যাত্মিক মহামানবের। কারণ, তার আধ্যাত্মিক সংস্কার ও নেতৃত্বে এ চরম বিশৃঙ্খল ও দুঃখজনক সময়ে মুসলমানগণ মোহাম্মদ (সাঃ) এর মোহাম্মদীতে সমবেত হবে। ইসলাম তার প্রকৃতরূপ ফিরে পাবে। সারাটি বিশ্বে ইসলাম তথা মোহাম্মদী কায়েম হবে। এতে তিনি বহু যুদ্ধের সম্মুখীন হবেন, বহু লোক মারা যাবে, তবু জয়ী হবেন আল্লাহর ইচ্ছায়। তবে দুঃখজনক হবে, তিনি তার সমসাময়িক স্বজাতি আলেম; বহু আত্ম অহংকারী জ্ঞানী লোক, ধর্মান্ধ গোড়া আলেম দ্বারা প্রচন্ড বাধার সম্মুখীন হবেন। তবে এরা সবাই খারেদাজ্জালের হাতে মারা যাবে।
- ২ -
মুনাফিক রুপী ভন্ডÑমুসলমান সম্পর্কে সূফী কবি ও দার্শনিক ড. আল্লামা মোঃ ইকবাল বলেছেন ঃ “প্রচার হচ্ছে যে, সারা দুনিয়া মুসলমান ছেয়ে গেছে। কিন্তু আমি বলি, সত্যিকারার্থে এখানে মুসলমান বলে কেউ নেই। যারা নামধারী মুসলমান আছে, তাদের (কাজকারবার) দেখলে ইহুদীও লজ্জা পায়”।
কবি নজরুল বলেছেন ঃ
“দুনিয়াতে মুসলমান, আজ পোষা জানোয়ার/ যে বলে সে মুসলিম জিভ ধরে টান তার।
কোথায় খোঁজো মুসলমান? শুধু বুনো জানোয়ার।”
সূফী সাধক রুমী বলেছেন ঃ
“প্রেমের আগুন নিভে গেছে। চতুর্দিক অন্ধকার। কোথাও মুসলমান নাই শুধু মাটির স্তুপ দেখছি।”
পৃথিবীর ইতিহাস হতে জানা যায়-সত্য-শান্তি ও মানবতার প্রগতি ও ঐক্য আনয়নকারী কোন মহামানবই সহজে সফল হন নাই, তবে ইমাম মাহদী (আঃ) এর সত্যের আলো মোহাম্মদী প্রেমের ও জ্ঞানের আলো শত বাধা ও যুদ্ধ শেষে প্রজ্জলিত হবে ইনশাল্লাহ। সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে “মোহাম্মদী ইসলাম তথা বারো শরীফ”। এর নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদী ও তার সহযোগী ঈসা (আঃ)। সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আল্লাহর ওয়াস্তে সে সুন্দর দিনের অপেক্ষায় রইলাম।
ঃ পরিশেষে একটি কবিতা দিয়ে শেষ করছি ঃ
হে বিদগ্ধ আত্মা!, “হে বিদগ্ধ আত্মা! এবার বিদ্রোহ কর
তোমার নিজস্ব সত্তা, বেরিয়ে এসে তুমি।
জানাও তোমার সে অধিকার।
এ পৃথিবীতে মানুষ, মানুষ নাই আর
সবখানে অশান্তি অবিচার, চালাও তোমার স্টিপ রোলার।
গুড়িয়ে দাও যত অন্যায় অবিচার
ধর্ম আর রাজনীতির নামে গোড়ামী
গুড়িয়ে দাও, সত্য সুন্দরে স্নাত হোক
এ পৃথিবী আবার
মোহাম্মদী হউক জিন্দাবাদ।”
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

দৌলতদিয়া- ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাইয়ের স্বর্ণপদক অর্জন করলেন রাজবাড়ীর রুমি

জুলাইয়ের গণহত্যায় সরাসরি ভারতের মদত ছিল: এ্যানি

সমালোচনা সইতে না পেরে সমর্থকদের দিকে তেড়ে গেলেন পাক ক্রিকেটার

হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব

‘ময়লার ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না’

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাসের প্রতিবাদ জামায়াতের

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক জসিম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন ও সদস্য সচিব আমির

চা শিল্পে সংকট, শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থার নেয়ার ঘোষণা

কানাডায় ভারতীয় নাগরিক ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে পদ্মা নদীতে পানির বড় আকাল

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীস্নান

পাঁচবিবিতে বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

গাজার ভয়াবহ চিত্র, জীবন বাজি রেখে ক্যামেরাবন্দী করছেন ফটোসাংবাদিকরা

ধবলধোলাই হয়ে রিজওয়ান বললেন, ‘হতাশার সিরিজ’

মাগুরায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রংপুরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও দক্ষতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার

জুলাই বিপ্লবে শহীদ রাকিবুলের কবর জিয়ারত করলেন এনসিপি’র কেন্দ্রীয় নেতা তারেক রেজা

সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বাংলাদেশের মত, স্বরাষ্ট্র উপদেষ্টা

নগরকান্দায় বিয়ের ১ মাস হতেই ডাকাতের হাতে প্রান গেল প্রবাসীর